নিঃসন্তান মোদি এবার লালুর নিশানায়

Written by SNS March 4, 2024 3:32 pm

আপনি নিঃসন্তান তো আমরা কি করব! কটাক্ষ লালুর
পাটনা, ৪ মার্চ– বর্তমানে দেশের রাজনীতিতে লালুর পরিবার যত না রাজনীতি নিয়ে পরিচিত তার থেকে বেশি পরিচিত দূর্নীতি মামলায়৷ বিহারের পূর্ব মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু, তাঁর স্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী রাবরি দেবী, ছেলে-মেয়ে সবাই চাকরির বদলে জমি দূর্নীতে যুক্ত থাকার দায়ে ইডি-সিবিআই স্ক্যানারে আছে৷ দেশের প্রধানমন্ত্রীও বেশ কয়েকবার দূর্নীতি-পরিবারতন্ত্র নিয়ে লালুকে খোঁচা দিয়েছেন৷ আর এবার এখানেও ঘা লেগেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের৷ এবার রাখঢাক না করেই তিনি প্রধানমন্ত্রী মোদিকে কড়া জবাব দিতে গিয়ে বলেছেন, ‘ইদানিং আপনি কথায়, পরিবারবাদী, পরিবারবাদী বলে চিৎকার করছেন৷ বিশেষ করে যে নেতাদের অনেকগুলি করে সন্তান আছে৷’

লালুর সাফ কথা রাজনৈতিক পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, এটাই তো স্বাভাবিক৷ আপনার কোনও সন্তান নেই৷ তাতে আমরা কি করতে পারি!
উল্লেখ্য শনিবার বিহারের ঔরঙাবাদ এবং বেগুসরাইয়ে প্রধানমন্ত্রীর জনসভাতে উঠে এসেছে দূর্নীতি ও পরিবারতন্ত্র নিয়ে বার্তা৷ মোদির ঔরঙাবাদ এবং বেগুসরাইয়ের আক্রমণের জবাব লালুপ্রসাদ পাটনার গান্ধি ময়দানের সভায় থেকে দিয়েছেন৷ এখানে লালু প্রধানমন্ত্রীর হিন্দু পরিচয় নিয়েই প্রশ্ন তুলে বলেন, ‘আপনি কেমন হিন্দু৷ আপনার মা মারা গেলেন৷ অথচ আপনি চুল দাডি় কাটলেন না৷ এটা তো হিন্দুদের নূ্যনতম রীতি৷ বাবা-মা, পরিবারের কেউ মারা গেলে শোকে চুল দাডি় কেটে ফেলতে হয়৷ এর পরই আরজেডি সুপ্রিমো সরব হন পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে৷’ এখানেই অবশ্য থেমে থাকেননি লালু৷ এরপরই টেনে আনেন প্রধানমন্ত্রীর নিঃসন্তান প্রসঙ্গ৷

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি বিবাহিত হলেও কোনও দিনই তিনি সংসার করেননি৷ স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নেই৷ বস্তুত, তিনি যে বিবাহিত, ২০১৪- র লোকসভা ভোটের আগে পর্যন্ত সরকারিভাবে তা কোনও জানাননি নরেন্দ্র মোদি৷ সেবার ভোটের হলফনামায় তিনি বিয়ের কথা উল্লেখ করেন৷ অন্যদিকে, লালুপ্রসাদের নয় সন্তান৷ সরকারের জন্ম নিয়ন্ত্রণ বিধি উপেক্ষা করার ব্যাখ্যাও দিয়েছেন নানা সময়ে৷ বলেছেন, জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধি, সঞ্জয় গান্ধির জবরদস্তি নাশবন্দি করিয়ে পুরুষদের সন্তানের জন্ম দেওয়ার সুযোগ কেডে় নিয়েছিলেন৷ ওই সিদ্ধান্তের প্রতিবাদে নয় সন্তানের জন্ম দিয়েছিলাম৷

বলে রাখা ভাল, জরুরি অবস্থার বিরুদ্ধে লালুপ্রসাদের আন্দোলনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিজেপি নেতা সুশীল মোদি৷ নীতীশ এক সন্তানের পিতা৷ তাঁর পুত্র রাজনীতির ধারেকাছে নেই৷ তিনি শারীরিক ও মানসিকভাবেও পুরোপুরি সুস্থ নন৷ অন্যদিকে, নরেন্দ্র মোদির মতো বিহারের সুশীল মোদিও নিঃসন্তান৷ তবে বিহারের মোদি পুরোদস্তুর সংসারী মানুষ৷ তাঁর স্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বী৷ পেশায় ছিলেন নার্স৷