কৃষকদের পাশে চন্দ্রশেখর আজাদ

উপি গেটে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। তিনি তার অনুগামীদের নিয়ে কৃষকদের আন্দোলনে যোগ দেন।

Written by SNS Delhi | December 2, 2020 5:39 am

প্রতীকী ছবি (Photo: iStock)

ইউপি গেটে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ। তিনি তার অনুগামীদের নিয়ে কৃষকদের আন্দোলনে যোগ দেন।

কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরােধিতায় ‘দিল্লি চলাে’ কর্মসূচি নিয়ে আন্দোলনে নেমেছেন কৃষকরা। ইউপি গেট এলাকায় কয়েক হাজার কৃষক জড়ো হয়ে প্রতিবাদ দেখাচ্ছেন।

বৃহস্পতিবারের জায়গায় আজই কৃষক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন দেশের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং টোমার। বিজ্ঞান ভবনের বৈঠকে কৃষক নেতাদের সেই অংশকে ডাকা হয়েছিল, যারা ১৩ নভেম্বরের বৈঠকে হাজির ছিলেন।