• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

৫০ এর ওপরে আর আইভিএফ নয়, সিদ্ধান্ত কেন্দ্রের

৫৮ পর মুসেওয়ালা পরিবারে সন্তান আসতেই আইনে রদবদল চণ্ডীগড়, ২০ মার্চ– সম্প্রতি ৫৮ বছর বয়সে আইভিএফ পদ্ধতিতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পাঞ্জাবি গায়ক সিধু মুসাওয়ালার বাবা-মা৷ আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসল কেন্দ্র সরকার৷ আইভিএফ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিল কেন্দ্র৷ প্রস্তাব করা হয়েছে বিকল্প প্রজনন (নিয়ন্ত্রণ) আইন, ২০IVF২১-এর ২১(জি)(আই) ধারার অধীনে ২১ থেকে

৫৮ পর মুসেওয়ালা পরিবারে সন্তান আসতেই আইনে রদবদল
চণ্ডীগড়, ২০ মার্চ– সম্প্রতি ৫৮ বছর বয়সে আইভিএফ পদ্ধতিতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পাঞ্জাবি গায়ক সিধু মুসাওয়ালার বাবা-মা৷ আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসল কেন্দ্র সরকার৷ আইভিএফ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিল কেন্দ্র৷

প্রস্তাব করা হয়েছে বিকল্প প্রজনন (নিয়ন্ত্রণ) আইন, ২০IVF২১-এর ২১(জি)(আই) ধারার অধীনে ২১ থেকে সর্বাধিক ৫০ বছরি বয়সী মহিলা আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করতে পারবেন৷ সেক্ষেত্রে মুসাওয়ালার মায়ের বয়স ৫৮ হওয়ায় নিয়মে আটকাচ্ছে৷ আর এরপরই খুন হওয়া পাঞ্জাবি গায়কের বাবা বলকাউর সিংয়ের অভিযোগ, জেলা প্রশাসন তাঁর সদ্যোজাত সন্তানের জন্মের শংসাপত্র-সহ অন্যান্য নথি দেওয়া নিয়ে হেনস্তা করছে৷

গায়ক সন্তানের মৃতু্যর দুবছর পরে গত শনিবার পুত্র সন্তান হয় যুগলের৷ ইন-ভিটরো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হন ৫৮ বছরের চরণ সিং৷ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন বলকাউর সিং৷ সেখানে তিনি জেলা প্রশাসনের হেনস্তার কথা জানান৷ বলেন, সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, চিকৎসা সম্পূর্ণ হতে দিন৷ সমস্ত আইনি তথ্য জমা দেব৷ উল্লেখ্য, ২০২২ সালের ২৯ মে দুষ্কৃীতিদের গুলিতে মৃতু্য পাঞ্জাবি সঙ্গীত জগতের তারকা কণ্ঠশিল্পী সিধু মুসাওয়ালা৷