৫০ এর ওপরে আর আইভিএফ নয়, সিদ্ধান্ত কেন্দ্রের

Written by SNS March 20, 2024 5:59 pm

৫৮ পর মুসেওয়ালা পরিবারে সন্তান আসতেই আইনে রদবদল
চণ্ডীগড়, ২০ মার্চ– সম্প্রতি ৫৮ বছর বয়সে আইভিএফ পদ্ধতিতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পাঞ্জাবি গায়ক সিধু মুসাওয়ালার বাবা-মা৷ আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসল কেন্দ্র সরকার৷ আইভিএফ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিল কেন্দ্র৷

প্রস্তাব করা হয়েছে বিকল্প প্রজনন (নিয়ন্ত্রণ) আইন, ২০IVF২১-এর ২১(জি)(আই) ধারার অধীনে ২১ থেকে সর্বাধিক ৫০ বছরি বয়সী মহিলা আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করতে পারবেন৷ সেক্ষেত্রে মুসাওয়ালার মায়ের বয়স ৫৮ হওয়ায় নিয়মে আটকাচ্ছে৷ আর এরপরই খুন হওয়া পাঞ্জাবি গায়কের বাবা বলকাউর সিংয়ের অভিযোগ, জেলা প্রশাসন তাঁর সদ্যোজাত সন্তানের জন্মের শংসাপত্র-সহ অন্যান্য নথি দেওয়া নিয়ে হেনস্তা করছে৷

গায়ক সন্তানের মৃতু্যর দুবছর পরে গত শনিবার পুত্র সন্তান হয় যুগলের৷ ইন-ভিটরো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হন ৫৮ বছরের চরণ সিং৷ মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন বলকাউর সিং৷ সেখানে তিনি জেলা প্রশাসনের হেনস্তার কথা জানান৷ বলেন, সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, চিকৎসা সম্পূর্ণ হতে দিন৷ সমস্ত আইনি তথ্য জমা দেব৷ উল্লেখ্য, ২০২২ সালের ২৯ মে দুষ্কৃীতিদের গুলিতে মৃতু্য পাঞ্জাবি সঙ্গীত জগতের তারকা কণ্ঠশিল্পী সিধু মুসাওয়ালা৷