চার বছরে ৪৬ হাজার, আধা সেনায় জওয়ান আটকাতে বদলি স্বাধীনতা- বিমানযাত্রার সুবিধা

Written by SNS May 7, 2024 6:18 pm

কেন্দ্রীয় বাহিনী (প্রতিনিধিত্বমূলক চিত্র) (Photo: IANS)

দিল্লি, ৭ মে– চাকরি ছাড়ার হিরিড় পড়েছে আধা সেনায়৷ ৪ বছরে জওয়ান ও অফিসার মিলিয়ে ৪৬ হাজার জন চাকরি ছেড়েছেন৷ সামরিক বাহিনীগুলি থেকে জওয়ান, অফিসারদের অনেকেই চাকরি ছেডে় দিচ্ছেন৷ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের খবর, ২০১৯ থেকে ২০২৩, এই পাঁচ বছরে ছয়টি আধা সামরিক বাহিনী থেকে যে ৪৬ হাজার জন চাকরি ছেডে়ছেন তার মধ্যে বিএসএফ বা সীমান্ত রক্ষী বাহিনীর ২১ হাজার জওয়ান ও অফিসার রয়েছেন৷ হঠাৎ করে এই চাকরি ছাড়ার জোওয়ার থামাতে নানান পদ্ধতি গ্রহণ করল কেন্দ্র৷ যাতে রয়েছে, বিএসএফে জওয়ান ও অফিসারদের পছন্দের জায়গায় বদলির সুবিধা৷ যুক্ত হতে চলেছে আরও কিছু সুবিধা৷ তারমধ্যে অন্যতম হল, জওয়ান, অফিসারেরা বাৎসরিক ছুটিতে থাকার সময় বিমানে যাওয়া-আসার সুবিধা পাবেন৷
তবে যদি আধা সেনার মধ্যে চাকরি ছাড়ার প্রবণতার কথা বলা হয় তবে তা আগেও ছিল সাম্প্রতিক অতীতে তা বেডে়ছে৷ ওয়াকিবহাল মহলের মতে, কাজের ধরন এবং ঘন ঘন বদলিতে বিরক্ত জওয়ান, অফিসারেরা৷ তার প্রধান কারণ নির্দিষ্ট কাজের সঙ্গে তাদের অন্যান্য ডিউটিও করতে হচ্ছে৷ ঘন ঘন বদলিও সেই কারণে৷ ঘন ঘন বদলি হতে হয়৷ এর ফলে মানসিক অসুস্থতা বাড়ছে৷ ছুটি না পাওয়ায় অনেক জওয়ান পদস্থ অফিসারের সঙ্গে গোলমালে জডি়য়ে পডে়ছেন, এমনকী আত্মহত্যার পথও বেছে নিয়েছেন অনেকে৷ পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় বিএসএফ৷ ওয়াকিবহাল মহলের খবর, দাঙ্গা থেকে নির্বাচন, সব কাজেই ডাক পডে় তাদের৷ একই কথা প্রয়োজ্য কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রেও৷ ওই বাহিনী তৈরি করা হয় কলকারখানাকে নিরাপত্তা দিতে৷ অথচ, ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে ঘটনা-দুর্ঘটনায় ছুটতে হয় ওই বাহিনীকেও৷ সেনা বাহিনীর সঙ্গে আধা সেনার কাজের এটাও মস্তবড় ফারাক৷ সেনা বাহিনীতে সাধারণত তিন বছরের জন্য বদলি করা হয়৷ দুর্গম কিছু এলাকা বাদে বাকি জায়গায় সুযোগ-সুবিধা যথেষ্ট এবং পরিবার নিয়ে থাকার সুযোগ রয়েছে৷ আধা সেনায় সেই সুযোগ সীমিত৷ বিএসএফের আইজি (পারসোন্যাল) এক নির্দেশিকায় বলেছেন, বাহিনীর ডিজি নতুন সুবিধা অনুমোদন করেছেন৷ তাতে বলা হয়েছে, বদলির ক্ষেত্রে বিএসএফের জওয়ানেরা পাঁচটি জায়গা বেছে নিতে পারবেন৷ অগ্রাধিকারের ভিত্তিতে একটিতে বদলি করার চেষ্টা করা হবে৷ এখন এই সুবিধা নেই৷ এছাড়া, ছুটি পেলেও অনেক জওয়ান-অফিসারের ট্রেনে-বাসে যাতায়াতেই কয়েকদিন চলে যায়৷ তাই বেশিরভাগ পথ বিমানে যাতায়াতের সুবিধা পাবেন বাহিনীর জওয়ান, অফিসারেরা৷