• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সিকিমে চাকা পিছলে গভীর খাদে গাড়ি, মৃত্যু ৫ সওয়ারির

ঠিক কী কারণে গাড়ির চাকা পিছলে গেল তা এখনও স্পষ্ট নয়। চালক দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী চিত্র।

ফের পাহাড়ে দুর্ঘটনা, খাদে পড়ে মর্মান্তিক মৃত্যু হল যাত্রীদের। প্রতিবেশী রাজ্য সিকিমের গিয়ালসিং জেলায় শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়ি পথ ধরে যাওয়ার সময় কোনওভাবে একটি গাড়ির চাকা পিছলে যায়। গাড়ির চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় যাত্রীবোঝাই গাড়ি খাদে গড়িয়ে পড়ে যায়। গাড়িটিতে ৫ জন যাত্রী ছিলেন। এঁদের সকলেরই মৃত্যু হয়েছে।
 
পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িতে সওয়ারি ছিলেন ৫ জন। গাড়িটি গিয়াথাংয়ের দিক থেকে আসছিল। গন্তব্য ছিল আপার চোংরাং। কিন্তু, সেই গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনা ঘটে। যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে, সেই খাদের গভীরতা কয়েকশো ফুট। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে হড়কে গিয়ে নীচে প্রায় ৫০০ ফুট গভীরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খ‍বর দেন। সেই মতো শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় থানার কর্মী ও আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই উদ্ধারকাজ শুরু হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই ‍বেশই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ত‍বে ঠিক কী কারণে গাড়ির চাকা পিছলে গেল তা এখনও স্পষ্ট নয়। চালক দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
 
দুর্ঘটনায় মৃতরা সকলেই সিকিমের বাসিন্দা। তাঁদের বাড়ি পশ্চিম সিকিমের ইয়ুকসোম-তাশিডিং নির্বাচনী এলাকার আপার আরতহ্যাং এলাকায়। স্থানীয় সংবাদমাধ্যমে এই দুর্ঘটনায় মৃতদের নাম ও পরিচয় সামনে এসেছে। এঁরা হলেন – অভিষেক দাহাল, অভিকিশোর দাহাল, চন্দ্র বাহাদুর মাঙ্গার, কর্ণ বাহাদুর গুরুং এবং জীবন কার্কি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ।
 
প্রসঙ্গত, গত বছরের শেষে পথ দুর্ঘটনায় প্রাণ যায় ৩২ বছরের এক তরুণী এবং তাঁর আড়াই বছরের কন্যা সন্তানের। সেই একই দুর্ঘটনায় গুরুতর জখম হন আরও তিন পর্যটক। এই পাঁচজনই কলকাতার বাসিন্দা। 

Advertisement

Advertisement