মানুষের মৃত্যু দেখে আমরা অন্ধের মতাে বসে থাকতে পারি না: হাইকোর্ট

শহরের হাসপাতালগুলোর পরিস্থিতি নিয়ে দিল্লি প্রশাসনের মন্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রের তরফে বলা হয়েছিল, ‘দিল্লি প্রশাসন শহরের পরিস্থিতি সম্পর্কে অনেক বাড়িয়ে বলেছে ‘।

Written by SNS New Delhi | May 6, 2021 9:30 am

প্রতীকী ছবি (File Photo: AFP)

শহরে কোভিড রােগী মৃত্যুর ভয়াবহতা নিয়ে কথা বলতে গিয়ে হাইকোর্টের বিচারপতি বিপিন সাংঘী ও বিচারপতি রেখা পাল্লির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, ‘দেশে মানুষ মারা যাচ্ছে-এটা কোনও আড়ম্বর নয়, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। মানুষের মৃত্যু দেখে আমরা অন্ধের মতাে বসে থাকতে পারি না। এটা মানুষের জীবন ও সরকারি সুযােগ পাওয়ার ব্যাপার।’ 

শহরের হাসপাতালগুলোর পরিস্থিতি নিয়ে দিল্লি প্রশাসনের মন্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রের তরফে বলা হয়েছিল, ‘দিল্লি প্রশাসন শহরের পরিস্থিতি সম্পর্কে অনেক বাড়িয়ে বলেছে ‘। কেজরিওয়াল প্রশাসনের তরফে বলা হয়েছিল, শহরের হাসপাতালগুলােতে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে কোভিড রােগী মারা যাচ্ছেন। 

দিল্লি প্রশাসনের তরফে আদালতে বলা হয়, কেন্দ্রের উচিত দেশের সর্বত্র ট্যাঙ্কার সরবরাহ করা। আমাদের দেশে ২৪,৪৯০ এমটি’স ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কার রয়েছে। এখন ৮০০০ এমটি’স ট্যাঙ্কার পাঠানাে হচ্ছে। 

কেন্দ্রের তরফে দিল্লি প্রশাসনের আইনজীবীর বক্তব্যকে গুরুত্ব আরােপ করা হয়নি। আদালতের তরফে বলা হয়, কেন্দ্রের তরফে ট্যাঙ্কারগুলাের আরও ভাল ব্যবহার কিভাবে করা সম্ভব সে ব্যাপারে কেন্দ্র টেকনিক্যাল ফিল্ডের মানুষকে নিয়ােগ করবে।