গ্রামে ঢুকে কৃষককে গুলি করে হত্যা। চাঞ্চল্যকর কাণ্ড উত্তর প্রদেশের মিরাটে। পরীক্ষিতগড়ের আলমগীরপুর বাধলা গ্রামের বাসিন্দা এক কৃষককে আমিনাবাদ বড় গ্রামের মাঠে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে। সন্দেহ করা হচ্ছে, নলকূপ লুট করতে আসা চক্রের দুষ্কৃতীরা ওই কৃষকের মুখোমুখি হয়েছিল। কোবিন্দ্র তাদের ধরার চেষ্টা করলে দুর্বৃত্তরা বুকে গুলি করে। বুলেটের আঘাতে মারা যান কোবিন্দ্র। ঘটনার পর গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আলমগীরপুর বাধলা আটের বাসিন্দা গুরপাল সিংয়ের ছেলে ৩৫ বছর বয়সী কোবিন্দ্র সিং-এর আমিনাবাদ বড় গ্রামে জমি রয়েছে। বুধবার দুপুর ১টা নাগাদ বাইকে করে মাঠে গিয়েছিলেন কোবিন্দ্র। সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তিনি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। গ্রামবাসী খোঁজাখুঁজি শুরু করে খামারে পৌঁছায়।
Advertisement
এক গ্রামবাসী বলেন, সন্ধ্যা ৬টার দিকে আমরা যখন গ্রামীণ মাঠে পৌঁছই, তখন দেখি কোবিন্দ্রের নলকূপের তালা ভাঙা। এরপরই আশপাশের মাঠে কোবিন্দ্রের খোঁজ শুরু হয়। নলকূপ থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। পুলিশকে খবর দেওয়া হয়। এরপর কয়েক’শো গ্রামবাসী এবং ইন্সপেক্টর দীনেশ প্রতাপ সিং ঘটনাস্থলে পৌঁছান।
Advertisement
ফরেনসিক দল মৃতদেহের আশপাশের সমস্ত জিনিসপত্র উদ্ধার করেছে। একই সঙ্গে কিছু আঙুলের ছাপও তোলা হয়েছে। ঘটনাস্থলে যান বিজেপির প্রাক্তন চেয়ারম্যান অমিত মোহন টিপু, প্রধান পাপিত চৌধুরী, সুন্দর চৌধুরী, দর্শন সিং প্রমুখ। ইন্সপেক্টর দীনেশ প্রতাপ সিং দ্রুত ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন।
এর আগে কোবিন্দ্রের এক ভাই মারা গিয়েছিলেন। বাবাও মারা গিয়েছেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার খবর শুনে কোবিন্দ্রের মা রাজবতী ও স্ত্রী আরতির অসুস্থ হয়ে পড়েছেন। কোবিন্দ্রের মৃত্যুতে গোটা পরিবার ভেঙে পড়েছে।
Advertisement



