• facebook
  • twitter
Sunday, 20 July, 2025

টিস্যু পেপারে হুমকি বার্তা, এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। শুক্রবার মুম্বই থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে টিস্যু পেপারে বোমা হামলার হুমকি লিখে রেখেছিল কেউ।

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য। সূত্রের খবর, শুক্রবার মুম্বই থেকে দিল্লিতে নামা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে টিস্যু পেপারে বোমা হামলার হুমকি লিখে রেখেছিলেন কেউ। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পরেও বিমানে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে। বিমানে বোমা রাখার খবরটি যে ভুয়ো, তা নিশ্চিত করেছে বিমান সংস্থা।

শুক্রবার ভোর ৫টা নাগাদ দিল্লির এয়ারপোর্টে ২৯৫৪ উড়ানটি নামে। সেই সময় একজন ক্রু কেবিনে একটি টিস্যু পেপার পান। সেই টিস্যু পেপারে লেখা ছিল, এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা রয়েছে। টিস্যু পেপারে যে বিমানের নাম লেখা ছিল, সেটা ওই বিমান ছিল না। এই খবর পাওয়ার পরেই দিল্লির বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে।

জরুরি প্রোটোকল হিসেবে যাত্রীদের ব্যাগ-সহ প্রয়োজনীয় জিনিসপত্র খতিয়ে দেখা হয়। বিমান সংস্থা জানিয়েছে, ‘আমাদের একটি উড়ানে বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল। কিন্তু আমরা স্ট্যান্ডার্ট সিকিউরিটির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরেই পরবর্তী উড়ান ছেড়েছি।’ কে এই হুমকি পাঠাল তা নিয়ে তদন্ত চলছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেও ইংল্যান্ডের বার্মিংহাম থেকে দিল্লিগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেই সময়েও বিমানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আমেদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকে একের পর এক বোমা হামলার হুমকি পাচ্ছে এই বিমান সংস্থা।