উপনির্বাচনের দিন উত্তর প্রদেশের কারহাল বিধানসভার মৈনপুরী থেকে এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার কারহালের মৈনপুরী থেকে ২৩ বছর বয়সী ওই যুবতীর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গত দু’দিন দুর্গা নামে ওই মেয়েটি নিখোঁজ ছিলেন। বস্তাবন্দি অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।
মৈনপুরীর পুলিশ সুপার ভিনোদ কুমার সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, মৃতের পরিবার অভিযোগ করেছে, খুনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, মঙ্গলবার সকালে কারহাল থেকে ২৩ বছরের এক তরুণীর দেহ উদ্ধার হয়। মেয়েটির বাবা দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। একজন প্রশান্ত যাদব এবং অন্যজন মোহন কাঠেরিয়া। দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির বাবা-মা অভিযোগ করেছেন, বিজেপিকে যাতে ভোট না দিতে পারে, সেই লক্ষ্যেই মেয়েকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
উত্তরপ্রদেশের যে ৯টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে রয়েছে আম্বেদকর নগরের কাতেহারি, মৈনপুরীর কারহাল, মির্জাপুরের মাজওয়ান, কানপুরের সিসামাউ, প্রয়াগরাজের ফুলপুর, মুজাফফরনগরের মিরাপুর, আলিগড়ের খয়ের, মোরাদাবাদের কুন্দরকি এবং গাজিয়াবাদ আসন।
Advertisement
সমাজবাদী পার্টির অভিযোগ, উত্তর প্রদেশের যে ৯টি আসনে উপনির্বাচন চলছে, সেখানে পুলিশ ভোটারদের প্রভাবিত করছে। অন্যদিকে বিজেপি নির্বাচন কমিশনকে চিঠি লিখে কুন্দরকি ও সিসামাউ আসনে ‘ভুয়ো ভোটিং’ নিয়ে অভিযোগ করেছে।
সমাজবাদী পার্টি এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছে, পুলিশ ৯টি কেন্দ্রের ভোটারদের প্রভাবিত করছে। মোরাদাবাদের কুন্দরকি বিধানসভা কেন্দ্রের ৩৫৭,৪২২ নম্বর বুথে পুলিশ ভোটারদের হেনস্থা করছে, যা ভোটদানে প্রভাব ফেলছে। নির্বাচন কমিশনকে বিষয়টির দিকে নজর দেওয়ার পাশাপাশি সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, উত্তর প্রদেশ বিজেপি মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে অভিযোগ করেছে, বাইরে থেকে যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁদের জাল পরিচয়পত্র দেওয়া হচ্ছে। বিজেপি বিশেষভাবে কুন্দরকি এবং সিসামাউ বিধানসভা আসনের কথা উল্লেখ করেছে।
Advertisement



