• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার দুই সন্তানসহ মহিলার মৃতদেহ

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান দুই শিশুসন্তানসহ ওই মহিলা। জানা গিয়েছে মৃতা মহিলার নাম কান্তা দেবী। তাঁর যমজ সন্তান।

প্রতিনিধিত্বমূলক চিত্র

উত্তরাখণ্ডে হড়পা বানের জেরে বিপর্যস্ত চামোলি। সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে বুকে দুই শিশু সন্তানকে জড়িয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে এক মহিলার দেহ। বুধবার রাতে ফালী গ্রামে হড়পা বান নেমে আসে। গ্রামবাসীরা যখন ঘুমিয়ে সেই সময় নিশ্চিহ্ন হয়ে যায় গ্রামের একাংশ। ভেঙে পড়ে বহু বাড়িঘর।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান দুই শিশুসন্তানসহ ওই মহিলা। জানা গিয়েছে মৃতা মহিলার নাম কান্তা দেবী। তাঁর যমজ সন্তান। দুই শিশুই পড়ত চতুর্থ শ্রেণিতে। দুর্যোগের সময় দুই সন্তানকে বুকে আগলে রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু দুর্যোগের হাত থেকে নিজেকে এবং সন্তানদের শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। এই মর্মান্তিক দৃশ্য গোটা গ্রামে সাড়া ফেলে দিয়েছে।

Advertisement

যদিও কান্তাদেবীর স্বামী কুঁয়ার সিংহ বেঁচে গিয়েছেন। বৃহস্পতিবার, দুর্যোগের ১৬ ঘন্টা পর তাঁকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে রয়েছেন কিনা তাঁর তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চলাকালীনই উদ্ধার করা হয়েছে কান্তাদেবী ও তাঁর দুই সন্তানের মৃতদেহ। শুক্রবার আরও পাঁচজনকে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement