প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে গুরুতর অভিযোগ আনলেন সমাজবাদী পার্টির সাংসদ এবং অভিনেত্রী জয়া বচ্চন। সোমবার সংসদের বাইরে দাঁড়িয়ে সাংসদ বলেন, গঙ্গার জল ভয়াবহভাবে দূষিত হয়ে পড়েছে, কারণ মৌনী অমাবস্যার ভিড়ে পদপিষ্ট হয়ে নিহতদের দেহ গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে।
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘বর্তমানে সবচেয়ে বেশি জলদূষণ কুম্ভেই ঘটেছে। কারণ পদপিষ্ট হয়ে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের দেহ নদীতে ফেলা হয়েছে। এর ফলে জল ভয়ংকরভাবে দূষিত হয়েছে। অথচ প্রশাসন এ নিয়ে কিছু বলছে না।’
তিনি আরও দাবি করেন, মৃতদেহগুলোর পোস্টমর্টেম পর্যন্ত করা হয়নি, যাতে পদপিষ্ট হওয়ার ঘটনার প্রকৃত সত্য আড়াল করা যায়। তবে জয়া বচ্চন প্রথম নন যিনি কুম্ভে মৃত্যুর সংখ্যা নিয়ে এই দাবি করলেন। বিরোধীরা ঘটনার পর থেকেই দাবি করছে, কুম্ভের পদপিষ্ট দুর্ঘটনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করছে সরকার। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ একাধিক বিরোধী নেতা বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছেন।