৫৮ জন যাত্রী নিয়ে ওডি়শায় মহানদীতে নৌকাডুবি, মৃত ১২, নিখোঁজ অনেক

Written by SNS April 20, 2024 5:33 pm

কটক, ২০ এপ্রিল– ৫৮ জন যাত্রী নিয়ে ওডি়শায় মহানদীতে ডুবে গেল নৌকা৷ এই নৌকাডুবিতে এখনও পর্যন্ত  ১২ জনের মৃতু্যর খবর পাওয়া গেলেও বহু নিখোঁজ থাকায় মৃতু্য বাড়তে পারে বলেই খবর৷ নিখোঁজদের মধ্যে মহিলা ও শিশু সহ সাত নিখোঁজের পরিচয় পাওয়া গিয়েছে৷ ঘটনায় শোক প্রকাশ করেছেন ওডি়শার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন তিনি৷

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় ঝাড়সুগুড়া জেলার রাঙালির সারদা ঘাট এলাকায়৷ পুলিশ সূত্রের খবর, এদিন বারগড় জেলার পাথারসেনি কুডায় একটি মন্দির দর্শন করে নৌকায় মহানদী পারাপার করছিলেন ৫৮ জন যাত্রী৷ সেই সময় হঠাৎ নৌকাটি অতিরিক্ত যাত্রী বহনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়৷ খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারে নামে পুলিশ তথা ডুবরীরা৷ নদীতে উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় মৎস্যজীবীরা৷ প্রাথমিকভাবে কয়েক জনকে তাঁরা উদ্ধার করেন৷ অনেকে সাঁতার করে পারে ওঠেন৷ তবে ডুবে মৃতু্য হয় চার জনের৷ মৃতদের দেহ উদ্ধার করেছে পুলিশ৷ এখনও পর্যন্ত সাত জনের খোঁজ মেলেনি৷ জলের স্রোতে তাঁরা ভেসে গিয়েছেন বলে উদ্ধারকারীদের অনুমান৷

শুক্রবার রাতের পর শনিবার সকাল থেকেও ফের নদীতে শুরু হয়েছে তল্লাশি৷ এলাকার কালেক্টর কার্তিকেয় গোয়েল জানিয়েছেন, ‘ওডি়শার র্যাপিড অ্যাকশন ফোর্স আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে৷ ভুবনেশ্বর থেকে স্কুবা ডাইভাররা আসবেন বলে খবর পেয়েছি৷ এখনও পর্যন্ত ৪৭-৪৮ জনকে উদ্ধার করা হয়েছে৷ তাঁদের নিজেদের গ্রামে পাঠানো হচ্ছে৷ মর্মান্তিক দুঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷