এবার মসজিদগুলোতেও পর্যবেক্ষক নিয়োগের দাবি তুলল বিজেপি

এবার মসজিদগুলোতেও পর্যবেক্ষক নিয়োগের দাবি তুলল বিজেপি। মুসলিম অধ্যুষিত এলাকার মসজিদগুলিতে যাতে ধর্মীয় নেতারা কোন প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে ভোটারদের প্রভাবিত করতে না পারে , সেদিকে নজর রাখা জরুরি।

Written by SNS March 18, 2019 10:17 am

মসজিদ

দিল্লি, ১৭মার্চ- লোকসভা ভোটের আগেই একের পর এক দাবি তুলে কমিশনের কাছে যাচ্ছে বিজেপি। তবে তাদের এবারের দাবি অভিনব। দিল্লির মসজিদগুলিতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করতে হবে, নির্বাচন কমিশনের কাছে এমনই দাবি তুলল বিজেপি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকার মসজিদগুলিতে যাতে ধর্মীয় নেতারা কোন প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে ভোটারদের প্রভাবিত করতে না পারে , সেদিকে নজর রাখা জরুরি।

উল্লেখ্য, আগামী ১২মে দিল্লিতে লোকসভা নির্বাচন । দিল্লি বিজেপির আইন সেলের প্রধান নীরজ দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক কে একটি চিঠি লিখে পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, কেজরিওয়াল ধর্মের নামে ভোট ভাগের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সে বিষয়ে কেজরিওয়ালএর একটি বক্তব্যের লিঙ্কও বিজেপি কমিশনের কাছে পাঠিয়েছে। তবে আম আদমি পার্টির তরফ থেকেও জানানো হয়েছে, এ ব্যাপারে তারা চিন্তিত নয়।