• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাহুলকে খুনের হুমকি বিজেপি নেতার, শাহকে চিঠি কংগ্রেসের

বিজেপি নেতা পিন্টু মহাদেবের হুমকি রাহুলকে। তাও আবার লাইভ টেলিভিশন বিতর্ক চলাকালীন

বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি! বিজেপি নেতা পিন্টু মহাদেবের হুমকি রাহুলকে। তাও আবার লাইভ টেলিভিশন বিতর্ক চলাকালীন। বিজেপি নেতার ওই হুমকির পরই রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ কংগ্রেস নেতৃত্বের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। ওই বিজেপি নেতাকে দ্রুত গ্রেপ্তার এবং বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়ে চিঠি শাহকে।

কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল চিঠিতে লেখেন, ‘কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে  রাহুল গান্ধীকে বুকে গুলি করার কথা বলেন। ‌‌রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত।  বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস-বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে।’

Advertisement

বেণুগোপাল আরও বলেন, এটা অসাবধানতাবশত উচ্চারিত কোনও কথা নয় বা হঠাৎ আবেগের বশে বলে ফেলা কথা নয়। ‌‌‘ঠান্ডা মাথায়, পরিকল্পিত এবং ভীতি তৈরির চেষ্টা’ এটা। কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক বলছেন, অতীতেও সামাজিক মাধ্যমে একাধিকবার রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা বিজেপির সঙ্গে যুক্ত।

Advertisement

গান্ধী পরিবারের সদস্যদের উপর হামলার বহু অতীত ইতিহাসের কথা তিনি স্মরণ করিয়ে দেন। ওই ব্যক্তির বিরুদ্ধে অতি দ্রুত এবং কঠোর পদক্ষেপ করার দাবি তুলেছে কংগ্রেস। সেটা না করার অর্থ অপরাধপ্রবণতাকেই বৈধতা দেওয়া হবে বলে মত কংগ্রেসের। রাহুল কোটি কোটি ভারতবাসীর প্রতিনিধি। তাই তাঁকে হুমকি দেওয়া মানে গণতন্ত্রের উপরই হামলা বলে জানিয়েছে কংগ্রেস।

সম্প্রতি রাহুলকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে বলে পুণের আদালতে মামলা দায়ের করেছিলেন তাঁর আইনজীবী। যদিও পরে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। কংগ্রেসের দাবি,  রাহুল মৃত্যুভয় পান না। প্রাণনাশের আশঙ্কা সংক্রান্ত ওই মামলা রাহুলের সঙ্গে আলোচনা না করেই দায়ের করেছিলেন আইনজীবী।

Advertisement