উত্তরপ্রদেশের বালিয়া জেলায় এক বিজেপি নেতার বাড়ির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে গুলি চালানোর ফলে আহত হলেন এক ভোজপুরি গায়ক।
পুলিস সুত্রে জানানো হয়েছে ভোজপুরি ঐ গায়কের নাম গলু কুমার। তিনি মঞ্চে তার অনুষ্ঠান চলাকালীন আহত হন। যদিও এই মুহূর্তে তিনি বিপদমুক্ত।
Advertisement
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বালিয়ার মহাকালপুর গ্রামে বিজেপির যুব শাখা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সহসভাপতি ভানু দুবের ছেলের জন্মদিনে। সেই অনুষ্ঠানের উদযাপনে বাতাসে গুলি চালানো শুরু করার সময় একটি গানের অনুষ্ঠান চলছিল বাসভবনে। বালিয়া পুলিশ সুপার দেবেন্দ্র নাথ বলেলে যে একটি গুলি রাজার পেটে আঘাত করে এবং অন্যটি তার হাতের অস্থি ভেঙে দেয়। শটগুলি লাইসেন্সবিহীন রিভলবার থেকে গুলি চালানো হয়।
Advertisement
ভোজপুরী গায়ককে চিকিৎসার জন্য বারাণসিতে স্থানান্তরিত করা হয়েছে। অভিযুক্তদের এখনও শনাক্ত করা যায়নি এবং দলটির ভিডিও ফুটেজ যাচাই করা হচ্ছে।
Advertisement



