মাথায় ২৫ কেজির রামের ‘স্বর্ণ পাদুকা’ নিয়ে ১৩০০ কিলোমিটার হেঁটে ভরত পেঁৗছবেন রামমন্দিরে

Written by SNS January 6, 2024 5:49 pm

অযোধ্যা, ৬ জানুয়ারি- বনবাসে থাকা শ্রীরামচন্দ্র ফেরাতে না পেরে তার পাদুকা বহন করে এনে তাই-ই অযোধ্যার সিংহাসনে বসিয়ে পরোক্ষভাবে রাজকার্য চালিয়েছিলেন ভাই ভরত৷ কলিযুগে শুরু হয়েছে সেই রামের মন্দির তথা রামললার প্রাণ প্রতিষ্ঠার কাজ৷ তাতে রাম বসবেন আর ভরত থাকবে না তাই কি হয়? এখানেও এক ভরতল পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে ‘রামের পাদুকা’ পৌঁছে দিতে আসছেন রামমন্দিরে৷ উদ্বোধনের আগেই কোটি টাকার পাদুকা নিয়ে অযোধ্যা পৌঁছে যাবেন হায়দরাবাদের বাসিন্দা চার্লা শ্রীনিবাস শাস্ত্রী৷ নিজামের শহর থেকে পায়ে হেঁটে ১৩০০ কিলোমিটার হেঁটে পাডি় দিয়েছেন তিনি৷ হায়দরাবাদের অযোধ্যা ভাগ্যনগরম সীতারাম সেবা ট্রাস্ট ফাউন্ডেশনের ডিরেক্টর পদে রয়েছেন শ্রীনিবাস৷ গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার ভেদুরপাকা নামের একটি গ্রাম থেকে পাদুকা নিয়ে যাত্রা শুরু করেছেন তিনি৷ তাঁর সঙ্গে আসছেন আরও ২০ ভক্ত৷  শ্রীনিবাস জানিয়েছেন, ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সঙ্গে কথা হয়েছে তাঁর৷ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই পাদুকা জোড়া রামমন্দিরে প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে৷

মাথায় ১ কোটি ২০ লক্ষ টাকার সোনার পাদুকা! আট কেজি করে মোট ১৬ কেজি রুপো দিয়ে তৈরি এই দুই পাদুকা৷ যার সম্পূর্ণ সোনায় মুডে় দেওয়া৷ ফলে এক-একটি পাদুকার ওজন হয়ে দাঁডি়য়েছে সাডে় ১২ কেজি৷ ২২ তারিখের আগেই ১৩ জানুয়ারির মধ্যে অযোধ্যা পৌঁছে যাওয়ার কথা তাঁর৷ অযোধ্যা পৌঁছে এই স্বর্ণ পাদুকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দেবেন বর্তমান যুগের ‘ভরত’ শ্রীনিবাস৷