একগুচ্ছ আনকোরা নতুন মুখ এনে মন্ত্রিসভায় চমক লাগিয়েছিলেন।এবার মন্ত্রক বণ্টনেও সেই চমক বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।অমিত শাহকে স্বরাষ্ট্র ,নির্মলা সীতারমনকে অর্থ,রাজনাথ সিংকে প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার প্রতিনিধিত্ব করা দুই মুখ-বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে যথাক্রমে পরিবেশ-বন এবং জলবায়ু পরিবর্তন এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ঘােষণা করা হয়েছে।
গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে সারাদিনের প্রতীক্ষার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে বাংলা থেকে শপথ নেন শুধু বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী।যা দেখার পর রাজ্যের বাকি ১৬ বিজেপি সাংসদদের মধ্যে হতাশা দেখা যায়।যার প্রতিফলন সাংবাদমাধ্যমের খবরে দেখা গিয়েছে।এরপর আজ মন্ত্রক ঘােষণার সময়ও তুলনায় গুরুত্বপূর্ণ মন্ত্রকে জায়গা পাননি বঙ্গ বিজেপির দুই সাংসদ।২০১৪ সালে মােদি মন্ত্রিসভায় নগরােন্নয়ন , আবাসন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন বাবুল।পরবর্তীতে তাকে ভারী শিল্পমন্ত্রকের প্রতিমন্ত্রী ঘােষণা করেন নরেন্দ্র মােদি।তবে বর্তমান ক্যাবিনেটে তুলনায় কম গুরুত্বপুর্ণ পরিবেশ ও বন মন্ত্রকের প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন আসানসােলের সাংসদ।মন্ত্রকের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে প্রকাশ জাওড়েকরকে।অন্যদিকে , স্মৃতি ইরানির অধীনে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।
Advertisement
Advertisement
Advertisement



