• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যাদবপুরের হেনস্থায় চোখ ও মাথায় যন্ত্রণা, আমেরিকায় চিকিৎসা করাচ্ছেন বাবুল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতে হেনস্থার পর নানা শারীরিক সমস্যা হচ্ছে বাবুল সুপ্রিয়র।

বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (File Photo: IANS)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতে হেনস্থার পর নানা শারীরিক সমস্যা হচ্ছে বাবুল সুপ্রিয়র। আমেরিকা সফরে গিয়ে সেই সমস্যা আরও বাড়ায় ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা করাচ্ছেন তিনি। তবে তিনি সাফ জানিয়েছেন, সরকারি টাকায় চিকিৎসা করাতে যাননি, নিজের গানের অনুষ্ঠানেই গেছেন তিনি।

লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব আরভিনে বেশ কয়েকটি মেডিকেল টেস্ট হয়েছে আসানসােলের বিজেপি সাংসদের। হয়েছে এমআরআই-ও। বাবুল বলেছেন, বাঁ-চোখের মণির পেছন থেকে কান পর্যন্ত খুব ব্যথা হয়। এর জন্য রােজ অসহ্য মাথা ব্যথা হয়।

Advertisement

আধুনিক বংলার ছাত্র হিসেবে পরিচিত কয়েকজন, যাঁরা নিজেদের মাওবাদী ও এসএফআই বলে পরিচয় দেয়, তাদের ছােড়া পাথরে এই ঘটনা ঘটেছে বলে অভিযােগ করেছেন বাবুল। তিনি বলেন, কী হয়েছে সেটা বড় কথা নয়, এই আক্রমণ প্রাণঘাতীও নয়। তবে কীভাবে বাইরের গুণ্ডারা দরজা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়লাে, সেটা সত্যিই উদ্বেগের। রাজনীতির কারণে নয়, শিক্ষার কারণেই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত।

Advertisement

Advertisement