দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার রামায়ণের পদাঙ্ক অনুসরণ করলেন আতিশী মারলেনা। সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,’রামের পাদুকা সিংহাসনে রেখে ভরত যে ভার বহন করেছিলেন, আমিও তাই করেছি। তিনি রামের পাদুকা সিংহাসনে রেখেছিলেন। আগামী চার মাস দিল্লির কাজ পরিচালনার ক্ষেত্রে আমার ভূমিকাও তেমনই হবে।’ আতিশী জানালেন, ভরতের মতো তিনিও অরবিন্দ কেজরিওয়ালের নামে আগামী দিনগুলিতে রাজধানীর দায়িত্ব সামলাবেন।
Advertisement
আতিশী এদিন বলেন, ‘ ইস্তফা দিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ বিজেপি তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে৷’ যদিও অতিশীর এই পদক্ষেপকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য৷ অপর এক বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা আতিশীকে ‘নতুন মনমোহন সিং’ বলে কটাক্ষ করেন৷
Advertisement
অন্যদিকে আপের পক্ষ থেকে কেজরিওয়াল তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়িও ছেড়ে দে
Advertisement



