নবীনের সমর্থনে ফের ওড়িশা থেকেই রাজ্যসভায় যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী

Written by SNS February 14, 2024 7:12 pm

কটক, ১৪ ফেব্রুয়ারি– ওড়িশায় শূন্য হওয়া তৃতীয় আসনটিতে বুধবার মনোনয়নপত্র পেশ করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ৷ তাঁকে ফের ওড়িশা থেকেই রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপি৷ যদিও ওই আসনে জয়ী হতে প্রয়োজনীয় ভোট নেই বিজেপির ঝুলিতে৷ মোট ৩৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ওই আসনে জয় হাসিল করতে৷ বিজেপির বিধায়ক সংখ্যা ২২৷
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দল রেলমন্ত্রীকে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ বিজেপি-বিজেডি নেতাদের মধ্যে এই বিষয়ে আলোচনা চলছিল৷ মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নবীনের ফোনে কথা হয়৷
রাজস্থানের বাসিন্দা অশ্বিনী আগের বারও ওড়িশা থেকেই রাজ্যসভায় গিয়েছিলেন৷ তবে এবার সিদ্ধান্ত দীর্ঘ সময় ঝুলে ছিল৷ ফলে কোন শর্তে মোদী-শাহের সঙ্গে নবীনের বোঝাপড়া হল তা নিয়ে জল্পনা আছে৷ এমনিতে সংসদে নবীনের দল বরাবর বিজেপির পাশে থেকেছে৷ এবার অশ্বিনীকে নিয়ে আলোচনা কাঙ্খিত গতি পাচ্ছিল না৷ নবীনের দলের অভিযোগ, ওড়িশার রেল প্রকল্পগুলি রূপায়ণে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না রেল মন্ত্রক৷ মনে করা হচ্ছে, এই ব্যাপারে দু’পক্ষের মধ্যে কোনও বোঝাপড়া হয়েছে৷