লোকসভার আগে বরাকে ভাঙন কংগ্রেসে, বিজেপিকে ‘সমর্থন’ জনপ্রিয় বাঙালি নেতার

Written by SNS February 14, 2024 7:11 pm

এবার ভাঙনের মুখে অসম কংগ্রেস৷ তাও জনপ্রিয় বাঙালি নেতা কমলাক্ষ দে পুরকায়স্থর মতো মুখ এবার কংগ্রেস ছাড়লেন৷ শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দলের হাত ছেড়ে বিজেপিতে যোগদানের পথ পাকা করে ফেললেন অসমের বরাক ভ্যালির প্রভাবশালী বাঙালি মুখ কমলাক্ষ দে পুরকায়স্থ৷ কংগ্রেসের টিকিটে জিতে আসা এই বিধায়কের ব্যাপক প্রভাব আছে বরাক উপত্যকায়৷ তাঁর সঙ্গে বিজেপির পথে হাঁটতে চলেছেন আরেক কংগ্রেস বিধায়ক বসন্ত দাসও৷
বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বসন্ত দাস৷ তার পরই প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি৷ যদিও কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছাড়েননি কমলাক্ষ৷ তিনি জানিয়েছেন, কংগ্রেসের প্রাথমিক সদস্য হিসাবেই থাকবেন তিনি৷ তবে সমর্থন করবেন বিজেপিকে৷ বস্তুত সরাসরি বিজেপিতে নাম না লেখালেও তাঁর গেরুয়া যোগদান প্রায় পাকা৷

দিন দুই আগেও অসম বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তীব্র বাদানুবাদ হয়েছে কমলাক্ষর৷ এনআরসির জন্য অসমে আধার সমস্যায় ভুগছেন প্রায় ২৭ লক্ষ মানুষ৷ অসম সরকার স্বীকারও করে নিয়েছে এই সমস্যার এখনই সমাধান সম্ভব নয়৷ তারপরই মুখ্যমন্ত্রী হিমন্তকে কাঠগড়ায় তোলেন কংগ্রেসের ওই বিধায়ক৷ মুখ্যমন্ত্রী হিমন্তর সঙ্গে রীতিমতো বাদানুবাদ হয় তাঁর৷ এই ঘটনার দুদিনের মধ্যে কমলাক্ষ সেই হিমন্তর সঙ্গে বৈঠক করেই তাঁকে সমর্থনের কথা ঘোষণা করলেন৷