যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত অর্জুন পুরস্কার প্রাপক সিআরপিএফ কর্তাকে

Written by SNS April 27, 2024 4:30 pm

মুম্বই, ২৭ এপ্রিল– যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হলেন অর্জুন পুরস্কার প্রাপক সিআরপিএফ কর্তা৷ এই অভিযোগে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ওই উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্তের নোটিস পাঠানো হল৷ সেনাবাহিনীর একটি সূত্রে জানা গিয়েছে, সিআরপিএফের ডিআইজি পদমর্যাদার ওই কর্তার নাম খাজান সিংহ৷ তাঁর বিরুদ্ধে আধাসামরিক বাহিনীর মহিলাদের উপর হয়রানির অভিযোগ উঠেছিল৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে সিআরপিএফ৷ অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাঁকে বরখাস্তের নোটিস পাঠানো হয়েছে৷ বরখাস্তের নোটিসের জবাব দেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়ছে বলেও খবর৷
সিআরপিএফের চিফ স্পোর্টস অফিসার খাজান ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে ২০০ মিটার সাঁতার প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছিলেন৷ পরে তিনি অর্জুন পুরস্কারও পান৷ বর্তমানে তিনি মুম্বইয়ে কর্মরত৷ যদিও তাঁকে বরখাস্ত করার বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি খাজান৷ তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে খাজান জানিয়েছিলেন, সমস্ত অভিযোগ ‘মিথ্যা’ এবং তাঁর ‘ভাবমূর্তি নষ্ট করতেই’ এমন সব অভিযোগ তোলা হয়েছে৷ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, খাজানের বিরুদ্ধে মোট দু’টি অভিযোগ রয়েছে৷ যার মধ্যে একটি মামলায় তাঁকে বরখাস্তের নোটিস পাঠানো হয়েছে৷ অন্যটির তদন্ত চলছে৷
উল্লেখ্য, দেশে আধাসামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় ৩.২৫ লক্ষ৷ যার মধ্যে ছ’টি মহিলা ব্যাটেলিয়ন রয়েছে৷ ১৯৮৬ সালে প্রথম মহিলাদের এই বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়৷