দিল্লিতে আটক করা হল অবৈধ ভাবে বসবাসকারী আরও এক বাংলাদেশিকে। কোনওরকম বৈধ নথিপত্র ছাড়াই তিন বছর ধরে দিল্লিতে বাস করছিলেন তিনি। মহম্মদ শাহিদুল ইসলাম নামে ওই অবৈধ অভিবাসীকে আটক করে পুলিশ। তাঁকে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে পুলিশ সূত্রে খবর।
২০২৪-এর ডিসেম্বর থেকেই দিল্লিতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়। তার পর থেকেই দিল্লির বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করে পুলিশ। বেশ কয়েক জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়।
Advertisement
Advertisement
Advertisement



