• facebook
  • twitter
Friday, 6 December, 2024

সলমনের দায়িত্বে মিস্টার ইন্ডিয়া

ছোটপর্দার সবথেকে বিতর্কিত রিয়্যালিটি শো-য়ের তিনি প্রধান আকর্ষণ৷ সেই সলমনই নাকি এবার ‘বিগ বস’ ছাড়ছেন৷  এতদিন সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে ভাইজানকেই৷ তাকে দেখতেই অভ্যস্ত দর্শক-অনুরাগীরা৷ ‘বিগ বস’ ওটিটির তৃতীয় মরসুম আসছে৷ আর সেই শোয়েই নাকি সঞ্চালকের ভূমিকায় পাওয়া যাবে না সলমনকে৷ বলিউড মাধ্যম সূত্রে খবর, এক্স হ্যান্ডেলের ভাইরাল এক পোস্ট ঘিরেই তুমুল শোরগোল৷ যেখানে দাবি

ছোটপর্দার সবথেকে বিতর্কিত রিয়্যালিটি শো-য়ের তিনি প্রধান আকর্ষণ৷ সেই সলমনই নাকি এবার ‘বিগ বস’ ছাড়ছেন৷  এতদিন সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে ভাইজানকেই৷ তাকে দেখতেই অভ্যস্ত দর্শক-অনুরাগীরা৷ ‘বিগ বস’ ওটিটির তৃতীয় মরসুম আসছে৷ আর সেই শোয়েই নাকি সঞ্চালকের ভূমিকায় পাওয়া যাবে না সলমনকে৷ বলিউড মাধ্যম সূত্রে খবর, এক্স হ্যান্ডেলের ভাইরাল এক পোস্ট ঘিরেই তুমুল শোরগোল৷ যেখানে দাবি করা হয়েছে৷ ‘বিগ বস’ ওটিটির তৃতীয় সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাবে অনিল কাপুরকে৷
এপ্রসঙ্গে যদিও দুই তারকার তরফেই কোনওরকম মুখ খোলা হয়নি৷ তবে অনুরাগীরা কিন্ত্ত বেজায় চটেছেন! সলমন ছাড়া ‘বিগ বস’? মেনেই নিতে পারছেন না তাঁরা৷ ‘বিগ বস’ ওটিটির পয়লা মরশুমে করণ জোহরকে দেখা গিয়েছিল সঞ্চালকের ভূমিকায়৷ সেটা নিয়েও ভাইজান ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছিলেন৷ চাপের মুখে দ্বিতীয় মরশুমে সলমনকে আনতে বাধ্য হন নির্মাতারা৷ এবার অনিল কাপুরের নাম শুনেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি! অনুরাগীদের একাংশ চটে গিয়ে বলছেন, টিআরপি আবার কমে যাবে৷ কারও মন্তব্য, এর থেকে তো করণ জোহরকেও মানিয়ে যেত! এককথায়, অনিল কাপুরকে ‘বিগ বস’ ওটিটির সঞ্চালকের ভূমিকায় দেখতে নারাজ দর্শক-অনুরাগীরা৷ এখন দেখার জল কতদূর গড়ায়৷