• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুবাই-দিল্লি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট থেকে কার্তুজ উদ্ধার

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৯১৬ দুবাই থেকে নয়া দিল্লিতে আসছিল। দিল্লি এয়ারপোর্টে অবতরণের পর একটি সিটের পকেট থেকে কার্তুজ উদ্ধার হয়েছে।

প্রতীকী ছবি

বিমানে বোমা-হুমকি ঘিরে কয়েক সপ্তাহ ধরেই সরগরম গোটা দেশ। যদিও প্রতিটি ক্ষেত্রেই তল্লাশি চালানোর পর বিপজ্জনক কিছু মেলেনি। এরই মধ্যে এবার বিমান থেকে উদ্ধার হল কার্তুজ। শনিবার এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৯১৬ দুবাই থেকে নয়া দিল্লিতে আসছিল। দিল্লি এয়ারপোর্টে অবতরণের পর একটি সিটের পকেট থেকে কার্তুজ উদ্ধার হয়েছে।

২৭ অক্টোবর বিমানটি নয়া দিল্লি এয়ারপোর্টে অবতরণ করে। সমস্ত যাত্রীদের বিমান থেকে নিরাপদেই নামানো হয়। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Advertisement

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, ২৭ অক্টোবর দুবাই থেকে দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৯১৬ এর একটি সিটের পকেটে একটি কার্তুজ পাওয়া যায়। সমস্ত যাত্রী নিরাপদে নেমে এসেছিলেন। এয়ার ইন্ডিয়ার তরফে তৎক্ষণাৎ বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

এর আগে সোমবার দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার এআই ২১৬ বিমানে বোমা হামলার হুমকি আসে। এক সপ্তাহের মধ্যে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই নিয়ে দ্বিতীয় বার বোমা-হুমকির ঘটনা ঘটল। সোমবার দুপুর ২টা ৪১ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা এয়ার ইন্ডিয়ার বিমানটি বোমা হামলার হুমকি পেয়েছিল।

রানিপোখারির ভ্যালি পুলিশ অফিসের এআইজি কিরণ বজ্রাচার্য সংবাদ সংস্থা এএনআইকে ফোনে জানান, বিমানটিতে সন্দেহজনক বা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। নেপাল সেনাবাহিনীর বম্ব স্কোয়াড ও নেপাল পুলিশের ক্যানাইন ডিভিশন বিমানবন্দরের একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে বিমানটিতে তল্লাশি চালায়।

Advertisement