• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

আজ শরিকদের নিয়ে বৈঠকে অমিত

সমস্ত বুথ ফেরত সমীক্ষাই কার্যত গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে দেশজুড়ে। তাই বিরােধীদের রাতের ঘুম একপ্রকার উড়ে গিয়েছে।

অমিত শাহ (Photo: IANS)

সমস্ত বুথ ফেরত সমীক্ষাই কার্যত গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে দেশজুড়ে। তাই বিরােধীদের রাতের ঘুম একপ্রকার উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের ঘর গােছাতে শুরু করলাে বিজেপি।

মঙ্গলবার দিল্লিতে বিজেপি’র শরিকদের নিয়ে বৈঠকে বসছে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগামীকাল রাতেই তিনি তাঁর বাড়িতে নৈশভােজের এলাহি আয়ােজনও করেছেন শরিক নেতাদের জন্য।

Advertisement

শুধু শরিকরাই নন, বৈঠকে থাকবেন বিদায়ী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও।

Advertisement

বিভিন্ন জনমত সমীক্ষা বলছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট এবার ৩০০-রও বেশি আসন ধরে রাখতে সক্ষম হবে। আর তারপরেই শরিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও জোর দিচ্ছেন অমিত শাহরা।

Advertisement