• facebook
  • twitter
Thursday, 6 February, 2025

প্রথমবার অনুপ্রবেশের দায়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠাল আমেরিকা

অমেরিকায় ভারতীয অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগেই মোদীর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প

প্রতিনিধিত্বমূলক চিত্র

অনুপ্রবেশের দায়ে ২০৫ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠাল আমেরিকা। একটি সামরিক বিমান টেক্সাস থেকে তাঁদের ভারতে নিয়ে আসার উদ্দেশে রওনা হয়েছে। এই প্রথম আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের অবৈধতার কারণে ‘ডিপোর্ট’ করল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো বিষয়গুলি নিয়ে কড়া বার্তা দেন। এদিকে বিষয়টি নিয়ে অবৈধ অভিবাসীদের সতর্ক করেছেন ভারতে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র। তিনি বলেন, ‘অবৈধ অভিবাসীদের নিয়ে খুবই কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন।’
মার্কিন দূতাবাস আধিকারিক আরও জানান, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে সীমান্ত নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি শুরু করছে। এই পদক্ষেপগুলি একটি স্পষ্ট বার্তা দেয় অবৈধ অভিবাসনের ঝুঁকি নেওয়া অনর্থক।’  সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকার একটি সামরিক বিমান ‘সি-১৭’ ভারতীয়দের নিয়ে রওনা দিয়েছে। যদিও এই বিষয়ে দিল্লির তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। 

এর আগে জো বাইডেনের আমলে চার্টার্ড বিমানে করে ফেরত পাঠানো হয়েছিল অবৈধ ভারতীয় অভিবাসীদের। তবে এবার আমেরিকার সামরিক বাহিনীর বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। ঘটনাচক্রে, চলতি মাসেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো প্রসঙ্গে আমেরিকান দূতাবাসের ওই মুখপাত্র বলেছেন, ‘আমেরিকা থেকে ভারতে বিমান পাঠানোর বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চাইছেন। কিন্তু এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারব না।’ এর পরেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আমেরিকার কড়া পদক্ষেপের কথা জানান তিনি।

অমেরিকায় ভারতীয অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগেই মোদীর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে এই বিষয়ে কথা বলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। তখন বিদেশ মন্ত্রক জানিয়েছিল, কোনও ভারতীয় নাগরিক যদি অবৈধভাবে আমেরিকায় বসবাস করে তবে তাদের ফেরত নিতে ভারতের কোনও আপত্তি নেই।  

দ্বিতীয়বার মার্কিল প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের মতো বিষয়গুলি নিয়ে কঠোর বার্তা দেন ট্রাম্প। এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠায় ট্রাম্প প্রশাসন। 

সূত্রের খবর,  ভারতীয় সময় মঙ্গলবার ভোর তিনটে নাগাদ টেক্সাস থেকে যাত্রা শুরু করেছে মার্কিন সামরিক বিমান সি-১৭। ২৪ ঘণ্টার মধ্যেই সেই বিমান ভারতে পৌঁছে যাওয়ার কথা। অমৃতসরে এসে নামার কথা এই অভিবাসীদের । সংবাদ সংস্তথা সূত্রে খবর, মোট ২০৫ জনকে ফেরত পাঠানো হয়। তবে মোট কতজনকে ফেরত পাঠানো হয়েছে তা সরকারিভাবে জানানো হয়নি।

‘মেক আমেরিকা গ্রেট এগেন’ – ভোটের প্রচারে ট্রাম্পের মূল অস্ত্রই ছিল এই স্লোগান। তার মধ্যে ছিল আমেরিকায় মার্কিন নাগরিকদের গুরুত্ব দেওয়া। নিজের দেশের মাবনুষ যেন কোনওভাবেই বঞ্চিত না হন। সেই আহেই ট্রাম্পের কড়া অভিবাসন নীতি। সংবাদ  সংস্থা সূত্রে খবর, আমেরিকায় থাকা অন্তত ১৮ হাজার ভারতীয়কে ‘অনুপ্রবেশকারী’ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। এবার তাঁদের আমেরিকা থেকে ‘বিতাড়িত’ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। তাঁরা যে ভারতের নাগরিক, সেটার পর্যাপ্ত প্রমাণও রয়েছে মার্কিন প্রশাসনের হাতে। দিল্লির তরফেও সাহায্য করা হবে নাগরিকত্বের প্রমাণ পাওয়ার জন্য।