মহুয়া মৈত্র’র উপর নজরদারির অভিযােগ

নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। শনিবার এমনই চাঞ্চল্যকর অভিযােগ তুললেন খােদ কৃষ্ণনগল্পে সাংসদ মহুয়া মৈত্র।

Written by SNS New Delhi | February 14, 2021 2:22 pm

মহুয়া মৈত্র (File Photo: IANS)

নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। শনিবার এমনই চাঞ্চল্যকর অভিযােগ তুললেন খােদ কৃষ্ণনগল্পে সাংসদ মহুয়া মৈত্র। এদিন টুইটারে লেখেন, আমার বাসভবনের সামনে তিন বিএসএফ জওয়ান অ্যাসল্ট রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা বারাখাম্বা রােড থানা থেকে এসেছেন আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমি একজন মুক্ত নাগরিক। জনতাই আমার রক্ষাকর্তা। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বরাষ্ট্র মন্ত্রককে ট্যাগ করে নিরাপত্তা ফেরানাের আর্জি জানিয়েছেন মহুয়া। 

হঠাৎ তৃণমূল সাংসদের বাসভবনের বাইরে কেন কেন্দ্রীয় বাহিনী মােতায়েন করা হল? এ ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এই প্রসঙ্গে মহুয়ার অভিযােগ, মনে হচ্ছে যেন, নজরদারি করা হচ্ছে। তিনি যে নিরাপত্তার আবেদন করেননি তাও জানিয়েছেন তৃণমূল সাংসদ। 

প্রসঙ্গত সম্প্রতি সংসদে বিচার ব্যবস্থা নিয়ে সরব হন মহুয়া। কয়েকদিন আগে মােদি সরকারকে নিশানা করে সংসদে মহুয়া বলেছিলেন, বিচার ব্যবস্থাও এখন ভয় পাচ্ছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। মনে হচ্ছে, ভারত এমন একটি দেশ যেখানে অঘােষিত জরুরি অবস্থা চলছে। ভীতুরাই এখন সাহসী হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে ক্ষমতার প্রদর্শন করে চলেছে। লােকসভার অধ্যক্ষের নির্দেশে মহুয়ার মন্তব্য সংসদের রেকর্ড থেকে বাদ পড়ে।