• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

আমিরশাহি, জাপানে কেন্দ্রের প্রতিনিধি দল, বৈঠক দুই দেশের কর্তাদের সঙ্গে

জাপানে গিয়ে বৈঠকের পাশাপাশি বৃহস্পতিবার সকালে গান্ধীমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কাশ্মীরে জঙ্গিহানা, অপারেশন সিঁদুর ও পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় মনোভাব তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছচ্ছে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল। বিশ্বে সন্ত্রাসবাদ প্রশ্নে ভারতের অবস্থান এবং সন্ত্রাসবাদে পাকিস্তানের খুল্লমখুল্লা মদতের বিষয়টি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেইমতো একটি প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরশাহি এবং আর একটি দল জাপানে পৌঁছেছে। আমিরশাহিতে যাওয়া দলটির নেতৃত্বে রয়েছেন শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্দে। অন্যদিকে জাপানে যাওয়া প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। এই দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি জাপানে গিয়ে বৈঠকের পাশাপাশি বৃহস্পতিবার সকালে গান্ধীমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার আবু ধাবিতে আমিরশাহির ফেডেরাল ন্যাশনাল কাউন্সিলের সদস্য আহমেদ মির খুরির সঙ্গে সাক্ষাৎ করে শিন্দের নেতৃত্বাধীন দলটি। শিন্দে ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন, বিজেপির মননকুমার মিশ্র, বিজেডির সস্মিত পাত্র, আইইউএমএল-এর মহম্মদ বশীর, বিজেপির এসএস অহলুওয়ালিয়া, অতুল গর্গ, বাঁসুরী স্বরাজ এবং প্রাক্তন কূটনীতিক সুজন আর চিনয়। এছাড়াও প্রতিনিধিদলটির সঙ্গে ছিলেন আমিরশাহিতে ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় সুধীরও।

অন্যদিকে, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বাধীন দলটি টোকিও পৌঁছে জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে দেখা করে। সন্ত্রাসবাদ মোকাবিলা সংক্রান্ত আলোচনা বৈঠকে গোয়েন্দা তথ্য আদানপ্রদান ও কূটনীতির উপরে জোর দেওয়া হয়। জাপানের বিদেশমন্ত্রী তাকেশি আইওয়ার সঙ্গেও সাক্ষাৎ করে ভারতের প্রতিনিধি দল। জাপানের বিদেশমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানান। সূত্রের খবর, জঙ্গিদের যথাযোগ্য শাস্তি দেওয়ার বিষয়টিও উঠে এসেছে জাপানের বিদেশমন্ত্রীর কথায়।

উল্লেখ্য, সঞ্জয় ঝা ও অভিষেক ব্যানার্জি ছাড়াও প্রতিনিধিদলটিতে রয়েছেন, বিজেপির অপরাজিত সারঙ্গী, ব্রিজলাল, প্রধান বড়ুয়া, হেমাঙ্গ জোশী। রয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ, সিপিএমের জন ব্রিটাস এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার। জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও যাবে এই প্রতিনিধিদল।