• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সবংয়ে ‘দুয়ারে সরকার’- এ মানস

সবংয়ের চাউলকুড়ি এবং নারায়ণবাড় অঞ্চলে দুয়ারে সরকার কর্মসূচি কেমন চলছে মঙ্গলবার তা ঘুরে দেখেন রাজ্যসভার সাংসদ ডা. মানস ভুঁইয়া।

মানস ভুঁইয়া (ছবি: IANS)

সবংয়ের চাউলকুড়ি এবং নারায়ণবাড় অঞ্চলে দুয়ারে সরকার কর্মসূচি কেমন চলছে মঙ্গলবার তা ঘুরে দেখেন রাজ্যসভার সাংসদ ডা. মানস ভুঁইয়া।

মানসবাবুর সঙ্গে ছিলেন বিধায়ক গীতারানি ভুঁইয়া , বিডিও তুহিনশুভ্র মহান্তি, সবং থানার ওসি সুব্রত বিশ্বাস সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা।

Advertisement

স্বাস্থ্যসাথী প্রকলেল্প নাম অন্তর্ভুক্ত করার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের সঙ্গে কথা বলেন বিধায়ক। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত কীভাবে পৌছে দেওয়া যায়, সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের প্রয়ােজনীয় পরামর্শ ও নির্দেশ দেন রাজ্যসভার সাংসদ।

Advertisement

Advertisement