গম্ভীরের আসনে মোদি ভক্ত অক্ষয়, জল্পনা উড়িয়ে ‘না’ যুবরাজের

Written by SNS March 2, 2024 4:46 pm

নরেন্দ্র মোদির সঙ্গে কথোপকথনে অক্ষয় কুমার (File Photo: IANS)

দিল্লি, ৩ মার্চ– গম্ভীর না করে দিয়েছেন৷ এখন সেই আসনেই দাঁড়াতে চলেছেন মোদি ভক্ত বলিউড তারকা অক্ষয় কুমার৷ এমনই জল্পনা শুরু হয়েছে রাজননৈতিক তথা বলিউড জুড়ে৷ শনিবার সকালেই এক্স হ্যান্ডেলে ক্রিকেটার গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন, তিনি আর লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না৷ বিজেপি সূত্রের খবর, গৌতমের ইচ্ছায় সায় দিয়ে তাঁকে এবার অব্যাহতি দেওয়া হবে৷ পরিবর্তে কে প্রার্থী হতে পারেন পূর্ব দিল্লি লোকসভা আসনে? ২০১৯-এ গৌতম সেখানে ত্রিমুখী লড়াইয়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছিলেন৷ আপ ও কংগ্রেস হাত মেলানোয় এবার সেখানে লড়াই হবে দ্বিমুখী৷ এই পরিবর্তিত সমীকরণ বিবেচনায় রেখেই সেখানে প্রার্থী নির্বাচন করতে হবে৷ শোনা যাচ্ছে, এবারও ওই আসনে রাজনীতির বৃত্তের বাইরে কাউকে প্রার্থী করতে চলেছে বিজেপি৷

অন্যদিকে, গত কয়েক দিন ধরে জল্পনা শুরু হয়েছে আরেক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংকে নিয়ে৷ ক্রিকেট মহল থেকে রাজনৈতিক মহল— সর্বত্র যখন তাঁকে নিয়ে জল্পনা তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন যুবরাজ নিজেই৷ সমাজমাধ্যমে পোস্ট করে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জানান, তিনি কোনও নির্বাচনে লড়ছেন না৷ সংবাদমাধ্যমে ছড়ানো খবর সত্য নয়৷

বিজেপির টিকিটে পঞ্জাবের গুরুদাসপুর থেকে নাকি লড়বেন যুবরাজ, এমন খবরেই সরগরম ছিল জাতীয় রাজনীতি৷ যুবরাজ ছাড়াও বীরেন্দ্র সহবাগের মতো ক্রিকেটারকে নিয়েও জল্পনা ছডি়য়েছে৷ ক্রীড়া জগতের পাশাপাশি বিনোদন জগতের কয়েক জনকে নিয়ে আলোচনা চলছে৷ সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, জয়া প্রদার মতো তারকা৷ যদিও তাঁরা কেউই এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি৷
অক্ষয় নাকি গৌতম গম্ভীরের পরিবর্তে দাঁড়াবেন এমনই গুঞ্জন শুরু হয়েছে৷  একদা বলিউড কাঁপানো অক্ষয়ের এখন পর্দার দড় পড়তির দিকে৷ অনেকদিন তাঁর সুপারহিট সিনেমা নেই৷ তাই অক্ষয় এবার কেরিয়ার নিয়ে অন্যকিছু ভাবছেন৷ অন্যদিকে, নরেন্দ্র মোদির জমানায় বলিউডে বিজেপির শক্তিশালী মুখগুলির অন্যতম হলেন অক্ষয়৷ তিনি মোদি ভক্ত হিসাবে পরিচিত, তাই-ই শুধু নয়,

প্রধানমন্ত্রীরও তাঁকে বিশেষ পছন্দ৷ মোদি তাঁকে বাডি়তে ডেকে সাক্ষাৎকার দেন৷ কংগ্রেস, তৃণমূলের মতো বিজেপিতেও রাজনীতির বৃত্তের বাইরের সাংসদ নেহাৎ কম নেই৷ রয়েছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীরা৷ একমাত্র পাঞ্জাবের গুরুদাসপুরের এমপি সানি দেওল ছাড়া অন্য কোনও তারকা সাংসদকে নিয়ে দলকে সমস্যায় পড়তে হয়নি৷ মথুরায় অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনীও বেশ পরিচিত মুখ৷ এলাকায় মানুষ বেশ শ্রদ্ধাও করেন তাঁকে৷