ঐতিহাসিক সিদ্ধান্ত নিল গুজরাতের জামনগরের রাজপরিবার। রাজপরিবার তার উত্তরসূরি হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজাকে নিযুক্ত করেছে। জাম সাহেব শত্রুশ্যালিসিংহজি মহারাজ শুক্রবার তাঁর উত্তরাধিকারী ঘোষণা করেন।
৫৩ বছর বয়সী জাদেজা জামনগর পরিবারের বংশধর ভারতের হয়ে ১৫টি টেস্ট ম্যাচ এবং ১৯৬টি ওয়ানডে খেলেছেন
তিনি। জাদেজা ১৯৭১ সালে জামনগরে জন্মগ্রহণ করেন। সেই সময় এটি নবনগর নামে পরিচিত। তাঁর বাবা দৌলতসিংহজি জাদেজা শত্রুসল্যসিংহজির খুড়তুতো ভাই। শুক্রবার গভীর রাতে একটি চিঠির মাধ্যমে রাজপরিবারের উত্তরসূরির নাম ঘোষণা করেন জাম সাহেব শত্রুশ্যালিসিংহজি মহারাজ।
Advertisement
চিঠিতে বলা হয়েছে, পাণ্ডবরা নির্বাসন থেকে বিজয়ী হয়েছিলেন দশেরার উৎসবের দিন। এই শুভ দিনে, অজয় জাদেজা আমার উত্তরসূরি হওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমার সমস্ত দ্বিধা কেটে গিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে অজয় জাদেজা জামনগরের মানুষের জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবেন এবং নিষ্ঠার সঙ্গে তাঁদের সেবা করবেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।
Advertisement
প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের অজয় জাদেজার আত্মীয়দের মধ্যে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কেএস রঞ্জিতসিংহজি এবং কেএস দলীপসিংহজি। তাঁদের নামে রঞ্জি ট্রফি এবং দলীপ ট্রফির নামকরণ করা হয়েছে। শত্রুস্যাল্যাসিংহজিও প্রথম-শ্রেণির ক্রিকেটার ছিলেন ।তিনিই শেষ ব্যক্তি যিনি নওয়ানগরের মহারাজা উপাধি লাভ করেন। তিনি ১৯০৭ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত নওয়ানগরের শাসক ছিলেন।
বর্তমান জাম সাহেব শত্রুশ্যালিসিংহজির কোনও সন্তান নেই। তাই উত্তরাধিকারী হিসেবে তিনি অজয় জাদেজাকে বেছে নেন। শত্রুশ্যালিসিংহজির পিতা দিগ্বিজয় সিং ৩৩ বছর রাজা ছিলেন।
১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ অজয় জাদেজার নাম ফিক্সিংয়ে উঠে আসে। সেই কারণে তাঁকে নিষিদ্ধ করা হয়। ২০০৩ সালে, দিল্লি হাইকোর্ট তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, যদিও তিনি আর ক্রিকেট খেলতে পারেননি।
Advertisement



