• facebook
  • twitter
Thursday, 17 July, 2025

আহমেদাবাদ সিভিল হাসপাতালে মোদী, কথা আহতদের সঙ্গে

বৃহস্পতিবার দুপুরে যেখানে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল, প্রথমেই সেখানে যান মোদী। পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

বিমান দুর্ঘটনার পরদিনই আহমেদাবাদে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে যেখানে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল, প্রথমেই সেখানে যান মোদী। পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এরপর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুও। শুক্রবার দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন।

হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন মোদী। এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকুমার রমেশ। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় তিনিই একমাত্র যাত্রী, যিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মৃত যাত্রীদের দেহ শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে। মৃতদের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হয়েছে আহমেদাবাদ সিভিল হাসপাতালে।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ১টা ৩৯ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে সেটি। বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী এবং ২ পাইলট ও ১০ কেবিন ক্রু। তাঁদের মধ্যে একজন বাদে আর কাউকেই বাঁচানো যায়নি। মৃত যাত্রীদের মধ্যে রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী।