• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

দিল্লি থেকে পুনেগামী এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা

দুর্ঘটনার হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দিল্লি থেকে পুনে যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ওই বিমানে পাখির ধাক্কা লাগে।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দিল্লি থেকে পুনে যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটির সঙ্গে পাখির ধাক্কা লাগে। যদিও বিমানটিকে নিরাপদেই অবতরণ করিয়েছেন পাইলট। যাত্রীরাও সকলেই সুস্থ আছেন। তবে এই ঘটনার জেরে বিমানের ফিরতি যাত্রা বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানের সঙ্গে পাখির ধাক্কা লেগেছিল। তাই নিরাপত্তার স্বার্থে বিমানটির পরবর্তী যাত্রা বাতিল করা হয়েছে।

শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে দিল্লি থেকে পুনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই ২৪৬৯। সকাল ৭টা ১৪ মিনিটে নিরাপদেই পু্নে বিমানবন্দরে অবতরণ করে সেটি। বিমানে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এরপর সংস্থার তরফে জানানো হয়, এআই ২৪৬৯ বিমানের পরবর্তী সফর বাতিল করা হচ্ছে। তখনই বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগার বিষয়টি প্রকাশ্যে আসে। বিমান সংস্থার তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়।

পুনে বিমানবন্দর সূত্রে জানানো হয়, পুনে থেকে ফের দিল্লি ফিরে আসার কথা ছিল বিমানটির। সেই যাত্রা বাতিল করা হয়েছে। বিমানটি ভালো করে পরীক্ষা করার জন্য পরবর্তী যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। বাতিলের কারণে যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্য বিমানেও কিছু যাত্রীকে দিল্লি পাঠানো হয়।

এদিকে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বিক্রি কমতে শুরু করেছে। গত ছ’দিনে টিকিট বিক্রি ৩০-৩৫ শতাংশ কমে গিয়েছে, বিভিন্ন রিপোর্টে এই দাবি করা হয়েছে। একাধিক ট্যুর কোম্পানি জানিয়েছে, এয়ার ইন্ডিয়ায় টিকিট বাতিল হচ্ছে। যাত্রীরা অন্য বিমান সংস্থার টিকিট কাটতে চাইছেন। এদিকে বর্তমানে এয়ার ইন্ডিয়ার ২৬টি বোয়িং ৭৮৭-৮ এবং সাতটি ৭৮৭-৯ বিমান রয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ২৬টি বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ শেষ হয়েছে। বাকিগুলির নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে।