• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আবার বিপত্তি এয়ার ইন্ডিয়া-র উড়ানে, ওড়ার মুহূর্তে হঠাৎ ব্রেক কষলেন পাইলট

রানওয়ে ধরে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটছিল বিমানটি, কিন্তু ঠিক ওড়ার মুহূর্তে আচমকা ব্রেক কষেন পাইলট। থেমে যায় বিমান।

যান্ত্রিক ত্রুটি দেখা দিল এয়ার ইন্ডিয়া-র একটি যাত্রীবাহী বিমানে। ঘটনাটি দিল্লি বিমানবন্দরের। সোমবার বিকেলে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ২৪০৩ বিমানের। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টা ৩০ মিনিটে ওড়ার প্রস্তুতি চলছিল। রানওয়ে ধরে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটছিল বিমানটি, কিন্তু ঠিক ওড়ার মুহূর্তে আচমকা ব্রেক কষেন পাইলট। থেমে যায় বিমান।

এতটা গতিতে দৌড়নোর পর আচমকা ব্রেক করার ঘটনায় চমকে ওঠেন যাত্রীরা। পরে বিমানটিকে ‘ইউ-টার্ন’ করিয়ে ফিরিয়ে আনা হয় টার্মিনালে। এরপর বাতিল করা হয় সেই দিনের যাত্রা। যাত্রীদের বিমান থেকে নামিয়ে অন্য একটি বিমানে কলকাতার উদ্দেশে পাঠানো হয়। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ওড়ার ঠিক আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলটদের নজরে আসতেই অবিলম্বে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। যদিও এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

Advertisement

প্রসঙ্গত, একই দিনে মুম্বই বিমানবন্দরেও ঘটেছে আরেকটি বিপত্তি। অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের চাকা ও ইঞ্জিন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা ও বিমানকর্মীরা। গত এক মাসে বারবার যান্ত্রিক ত্রুটির ঘটনা সামনে আসায় এয়ার ইন্ডিয়া-র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আহমেদাবাদ, মুম্বই, দিল্লি – একের পর এক বিপত্তি উড়ান সংস্থাটির প্রতি যাত্রীদের আস্থা নড়বড়ে করছে।

Advertisement

সোমবার সংসদের বাদল অধিবেশনে এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক একাধিক ঘটনার প্রসঙ্গ তোলা হলে কেন্দ্রীয় সরকার জানায়, গত ছ’মাসে মোট ৯টি কারণে শোকজ নোটিশ ধরানো হয়েছে সংস্থাকে। এর মধ্যে একাধিক ঘটনায় শুরু হয়েছে আইনি পদক্ষেপও। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ত্রুটি শুধু প্রযুক্তিগত দুর্বলতা নয়, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও বড়সড় গাফিলতির ইঙ্গিত দেয়। সময় থাকতে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ঘটে যেতে পারে আরও বড় দুর্ঘটনা।

Advertisement