উত্তরপ্রদেশের পর এবার নেকড়ের আতঙ্ক এবার মধ্যপ্রদেশেও। মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত খাণ্ডোয়ায় শুক্রবার রাতে নেকড়ের আক্রমণের মুখে পড়েন পাঁচ জন। তাঁরা রাতে বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন, সেই সময় অতর্কিতে হানা দেয় নেকড়ে। নেকড়ের হামলায় গুরুতর জখম হন ৫ জন। শনিবার সকালে একথা জানিয়েছে স্থানীয় থানার পুলিশ। জখমদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন । আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।