কলকাতা:- প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী। কদিন আগেই তার দ্বিতীয়বার মা হওয়ার কথা জানিয়েছেন। এবার ভক্তদের দিলেন আরও এক সুখবর। প্রযোজনা সংস্থা খুলছেন শুভশ্রী। রাজের সঙ্গে জোট বেঁধে নয়, বরং একা সামলাবেন এই দায়িত্ব। সূত্রের খবর, আগামী বছর প্রযোজনা সংস্থা শুরু হবে তাঁর। সংস্থার নাম সিকাবা হাউজ। নতুনদের এগিয়ে যাওরার পথ সহজ করতে প্রযোজনা সংস্থা খুলেছেন বলে জানা গিয়েছে। এই প্রযোজনা সংস্থা প্রসঙ্গে শুভশ্রী জানান, রাজ ও তাঁর শাশুড়ি মা বরাবর চেয়েছিল সে অভিনয়ের পাশাপাশি আরও কিছু করুক। আর ঠিক সেই কারণেই প্রযোজক হিসেবে নয়া দায়িত্ব পালন করতে চলেছেন। বর্তমানে নিজের গর্ভবতী অবস্থা উপভোগ করছেন নায়িকা। আসছে তাঁর দ্বিতীয় সন্তান। কদিন আগে রিয়েলিটি শো-র বিচারকের আসনে দেখা যাচ্ছিল শুভশ্রীকে। তেমনই প্রায়শই বোল্ড ফোটোশ্যুট করে খবরে আসেন। গর্ভবতী হওয়ার পরও তাকে ফোটোশ্যুট করতে দেখা গিয়েছে। এছাড়া বড়পর্দা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে দেখা গিয়েছে। কিছুদিন আগেই হইচই-এ মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ইন্দুবালার ভাতের হোটেল। এই ওয়েব সিরিজটি দিয়েই ওয়েব দুনিয়ায় পা রাখেন শুভশ্রী। তাঁকে একেবারে নতুন ভাবে দেখা গিয়েছে। কাজ ছাড়াও সব সময় ছেলেকে নিয়েও ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন এই টলিউড নায়িকা। তারই মাঝে এল তাঁর প্রযোজনা সংস্থার খবর। শীঘ্রই অভিনেত্রীর পাশাপাশি নতুন এক ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে।
Advertisement
Advertisement



