দিল্লিতে বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু অর্থ মন্ত্রকের সচিবের

দিল্লির রিং রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সচিব নভজ্যোত সিং। রবিবার সন্ধ্যায় কান্ত মেট্রো স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন তাঁর স্ত্রী সন্দীপ কৌর। সেই ঘটনায় সোমবার পুলিশ গ্রেপ্তার করেছে বিলাসবহুল গাড়ির চালক গগনপ্রীত কৌরকে।

অর্থ মন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগের উপসচিব ছিলেন ৫২ বছরের নভজ্যোত। রবিবার সন্ধ্যায় গুরুদ্বারা বাংলাসাহিব থেকে মোটরবাইকে করে ফিরছিলেন নভজ্যোত ও তাঁর স্ত্রী। সেই সময় একটি দ্রুতগতির বিএমডব্লিউ গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন দু’জনেই।

বিলাসবহুল গাড়িটিতে এক মহিলা এবং তাঁর স্বামী ছিলেন। তাঁরাও দুর্ঘটনায় জখম হয়েছেন। দুর্ঘটনার পরে বিএমডব্লিউ গাড়িতে থাকা দু’জন আহত নভজ্যোত ও তাঁর স্ত্রীকে ট্যাক্সি করে হাসপাতালে পাঠান। চিকিৎসকরা নভজ্যোতকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী চিকিৎসাধীন। দুর্ঘটনার পরে ইতিমধ্যেই একটি এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।


নিহত আধিকারিকের ছেলের অভিযোগ, দুর্ঘটনার পরে নিকটবর্তী কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে, প্রায় ১৭ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন এত দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। তিনি আরও বলেন, ‘হাসপাতাল এবং গাড়ির চালকের পক্ষ থেকে দুর্ঘটনা নিয়ে ভুল তথ্য দেওয়ার চেষ্টা হচ্ছে।’

পুলিশের একটি সূত্র বলছে, ওই হাসপাতালের অন্যতম মালিক হলেন অভিযুক্ত গগনপ্রীতের বাবা। যদিও হাসপাতালের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশ তদন্ত করে দেখছে, যে দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দিতেই কি অতটা দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল নভজ্যোতকে? এই ঘটনায় সরকারি আমলাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।