• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

সুপ্রিম কোর্টে ‘লাপাতা লেডিস’–এর স্পেশাল স্ক্রিনিং–এ এলেন আমির খান, স্বাগত জানালেন প্রধান বিচারপতি

আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত এই বছরই মুক্তি পাওয়া ছবি ‘লাপাতা লেডিজ’ দর্শকদের মন ভরিয়েছে। সিনেমাপ্রেমী মানুষদের মন জয় করে নিয়েছে এই ছবি। এই ‘লাপাতা লেডিজ’ ছবিই এবার দেখানো হল সুপ্রিম কোর্টে। শুক্রবার ছবি দেখতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং কমপ্লেক্সের সি ব্লকের অডিটোরিয়ামে উপস্থিত হন আমির খান স্বয়ং। তাঁকে স্বাগত জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত এই বছরই মুক্তি পাওয়া ছবি ‘লাপাতা লেডিজ’ দর্শকদের মন ভরিয়েছে। সিনেমাপ্রেমী মানুষদের মন জয় করে নিয়েছে এই ছবি। এই ‘লাপাতা লেডিজ’ ছবিই এবার দেখানো হল সুপ্রিম কোর্টে। শুক্রবার ছবি দেখতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং কমপ্লেক্সের সি ব্লকের অডিটোরিয়ামে উপস্থিত হন আমির খান স্বয়ং। তাঁকে স্বাগত জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

চলতি বছরে মুক্তি পেয়েছে একাধিক হিন্দি ছবি। কিন্তু সেই সব ছবির মধ্যে একটি ছবি নিয়ে চর্চা হয়েছে সর্বাধিক। ছবির নাম ‘লাপাতা লেডিজ’, যে ছবিতে তুলে ধরা হয়েছে নারীদের মানসিক বল এবং নারীশক্তির জয়ের কাহিনী । এই ছবি সেই নারীশক্তির গল্প বলে, যেখানে মু্খ্য ভূমিকায় দুই মহিলা।

সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ৭৫ বছর উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। যার মধ্যে একটি হল এই ছবি প্রদর্শন। ‘লাপাতা লেডিস’ ছবি নারীশক্তির পাশাপাশি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও আওয়াজ তোলে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে এই ছবি দেখানো হয় । ছবির প্রযোজক আমির খান এদিন সুপ্রিম কোর্টে আসেন। শুক্রবার বিকেল ৪ টে ১৫ থেকে শুরু করে সন্ধ্যে ৬ টা ২০ পর্যন্ত এই ছবি দেখানো হয় সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং কমপ্লেক্সে্। সূত্রের খবর, প্রধান বিচারপতি ছাড়াও শীর্ষ আদালতের একাধিক শীর্ষস্তরের বিচারপতিরা তাঁদের স্ত্রীদের নিয়ে এই ছবি দেখতে আসছেন। এমনকী সুপ্রিম কোর্টেরঅন্যআন্য আধিকারিকদেরও আমন্ত্রণ জানানো হয় ছবি দেখার জন্য।

এই ছবির মূল কাহিনী দুই মহিলাকে কেন্দ্র করে। সদ্য বিয়ের পর ট্রেনে করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় একজন হারিয়ে যান এবং অন্য জন ঘটনাচক্রে চলে আসেন এক অচেনা পরিবারে। সেখান থেকেই গল্প অন্য মোড় নেয়। দুই ভিন্ন পরিবেশে দুই নারীর লড়াইয়ের গল্প এই ছবি। এবার সুপ্রিম কোর্টে তার স্ক্রিনিং হল।