ভোটে আধার, সুপ্রিম কোর্টে শুনানি মার্চে

Written by SNS February 20, 2018 9:49 am

ভোটে আধার, সুপ্রিম কোর্টে শুনানি মার্চে

দিল্লি- কেন্দ্র সরকারের প্রকল্পগুলিতে আধার বাধ্যতামূলক করার পর এবার নির্বাচনেও আধার বাধ্যতামূলক করার দাবি উঠল। এবিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে চার সপ্তাহ পর।

অশ্বিনী কুমার উপাধ্যায় নামে এক বিজেপি নেতা তথা আইনিজীবী ভুয়ো ভোট রুখতে নির্বাচনে আধার কার্ড ব্যবহার করার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে।

প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদনটি করা হয়েছে। আদালত জানিয়েছে মামলার শুনানি হবে চার সপ্তাহ পরে অর্থাৎ মার্চ মাসে।

বিজেপি নেতা আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে যে, নির্বাচন কমিশনের উচিত ভোট দেওয়ার সময় আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাতে বোঝা যাবে দেশের বৃহৎ জনসংখ্যা নির্বাচনে সামিল হচ্ছে কিনা।

সেই সঙ্গে চিহ্নিত করা যাবে ভুয়ো ভোটারকে। বিজেপি নেতার বক্তব্য, আধার কার্ডের সাহায্যে নাগরিকদের সম্পত্তির হিসাব কালো টাকা উদ্ধার এবং বেনামী সম্পত্তির লেনদেন আটকানো গেছে।

তিনি মনে করছেন, কমিশনের উচিত ভোটার পরিচয় পত্রের সঙ্গে আধার নম্বর যোগ করা। ভোটে আধার কার্ড যুক্ত হলে পরো প্রক্রিয়া ত্রুটিমক্ত হবে।