উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল শোকে। কর্ণাটকের হাসান জেলার মোসালেহোসাহাল্লি গ্রামে গণেশ চতুর্থীর বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৯ জন, আহত হয়েছেন ২০ জনেরও বেশি। শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরাকলাগুডু থেকে আসা একটি ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে ধেয়ে আসা ট্রাকটি বহু মানুষকে ধাক্কা মেরে ছিটকে ফেলে দেয়, এমনকি বেশ কয়েকজনকে পিষে দেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত অবস্থায় বাকি আহতদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
এক্স-এ তিনি লেখেন, ‘হাসান তালুকের মোসালেহোসাহাল্লিতে গণপতি বিসর্জন শোভাযাত্রার সময় এক ভয়াবহ দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং ২০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন।’
সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে রাজ্য সরকার।