• facebook
  • twitter
Monday, 2 December, 2024

এআই ব্যবসায় কঠোর প্রতিযোগী হবে বলেই মত ৭০ শতাংশ সিইও-র

দিল্লি, ১৮ জানুয়ারি– ২০২৩ ছিল ১৮ শতাংশ৷ কিন্তু ২০২৪ সালে তা এসে দাঁড়াল ৩৮ শতাংশ৷ বিশ্ব অর্থনীতি নিয়ে কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের (সিইও) মধ্যে আশাবাদ বেড়েছে৷ বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্সের (পিডাব্লিউসি) ২৭তম বৈশ্বিক সিইও সমীক্ষা ২০২৪-এ এমন চিত্র ফুটে উঠেছে৷ এতে ১০৫টি দেশ ও অঞ্চলের চার হাজার ৭০২ জন সিইওর সাক্ষাৎকার নেওয়া হয়েছে৷

দিল্লি, ১৮ জানুয়ারি– ২০২৩ ছিল ১৮ শতাংশ৷ কিন্তু ২০২৪ সালে তা এসে দাঁড়াল ৩৮ শতাংশ৷ বিশ্ব অর্থনীতি নিয়ে কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের (সিইও) মধ্যে আশাবাদ বেড়েছে৷ বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্সের (পিডাব্লিউসি) ২৭তম বৈশ্বিক সিইও সমীক্ষা ২০২৪-এ এমন চিত্র ফুটে উঠেছে৷ এতে ১০৫টি দেশ ও অঞ্চলের চার হাজার ৭০২ জন সিইওর সাক্ষাৎকার নেওয়া হয়েছে৷ সুইজারল্যান্ডের দাভোসে চলা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে গত সোমবার এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়৷ এতে বলা হয়, গত বছর রেকর্ড ৭৩ শতাংশ সিইও বলেছিলেন বিশ্ব প্রবৃদ্ধি কমবে, এবার একই ধারণা পোষণ করছেন ৪৫ শতাংশ সিইও৷ অর্থাৎ বিশ্ব প্রবৃদ্ধি নিয়ে নেতিবাচক ধারণা কমেছে৷
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন সিইওরা৷ তাঁদের মতে, এমন মেগাট্রেন্ড তাঁদের ব্যবসায় প্রভাব ফেলবে৷ প্রায় অর্ধেক (৪৫ শতাংশ) সিইও বলছেন, তাঁদের ব্যবসা যদি বর্তমান ধারা অনুযায়ী চলে তবে এটি আগামী এক দশকে লাভজনক অবস্থায় থাকবে না, যেখানে ২০২৩ সালে এমন ধারণা করেছেন ৩৯ শতাংশ সিইও৷ কারণ প্রযুক্তি ও জলবায়ুর চাপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷