ট্রাকের সঙ্গে অটোর ধাক্কায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হল। আহত আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মসৌরি-পিতওয়ানের নুরা বাজার ব্রিজ এলাকায়। দুর্ঘটনার সময় অটোটিতে ১০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বিপরীত দিক থেকে প্রবল গতিতে আসা দুটি গাড়ি ধাক্কা লেগে রাস্তার ধারের খালের মধ্যে উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন যাত্রী। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মসৌরির বিধায়ক রেখা দেবী। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোকপ্রকাশ করেন তিনি। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছেন রেখা দেবী।
পুলিশ জানিয়েছে, মোট ১০ জন যাত্রী নিয়ে মসৌরি থেকে নৌবতপুরের দিকে যাচ্ছিল অটোটি। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষ। যাত্রীদের উদ্ধার করার কাজে হাত লাগান তাঁরা। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মসৌরি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, মৃতরা সকলেই দিনমজুর। প্রতিদিন তাঁরা কাজের জন্য মসৌরিতে যাতায়াত করেন।এদিনও কাজ সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। মসৌরি থানার শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক বিজয় যাদবেন্দু বলেন, ‘মৃতদের সকলেই দিনমজুর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।’