• facebook
  • twitter
Friday, 13 December, 2024

ওভারটেক করতে গিয়ে অন্য লেনে এসইউভি, মৃত ৭ অটোযাত্রী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের বিজনৌরে একটি পথ দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন অটোচালকও।

ওভারটেক করতে গিয়ে অন্য লেনে ঢুকে পড়ল এসইউভি। আর তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সোজা যাত্রীবোঝাই অটোকে ধাক্কা মারল গাড়িটি। অটোয় থাকা যাত্রীরা প্রাণ হারিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের বিজনৌরে একটি পথ দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন অটোচালকও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলাসবহুল চার চাকা গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। সেই সময় সেটি পাশের লেনে ঢুকে পড়ে। ৭৪ নম্বর জাতীয় সড়কের ধামপুরের কাছে গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় একটি অটোর। এক সদ্য বিবাহিত দম্পতি সহ একই পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় অটোচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

বিজনৌরের পুলিশ সুপার অভিষেক বলেন, ‘আজ সকালে আমরা একটি দুর্ঘটনার খবর পেয়েছি। ক্রেটা অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় হঠাৎ লেন পরিবর্তন করে প্রচণ্ড গতিতে অটোর সঙ্গে সংঘর্ষ হয়। অটোতে ৭ জন ছিলেন। তাঁদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অটোচালকের। মৃতদেহগুলির ময়নাতদন্ত চলছে।

নিহতদের মধ্যে চারজন পুরুষ, দু’জন নারী ও একটি মেয়ে রয়েছে। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিল গোটা পরিবার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানো, ত্রাণ কাজ ত্বরান্বিত করা এবং আহতদের দ্রুত যথাযথ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।