• facebook
  • twitter
Monday, 16 September, 2024

কেন্দ্রের দয়ায় আদানি গোষ্ঠীর ৪৫ হাজার কোটি টাকা মকুব, অভিযোগ ব্যাঙ্ক কর্মীদের

কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার দেউলিয়া আইনের অপব্যবহার করে আদানি গোষ্ঠীর অধীনস্থ ১০টি ধুঁকতে থাকা সংস্থার প্রায় ৪৫ হাজার কোটি টাকা মাফ করেছে।

আদানি গোষ্ঠীর প্রতি দুর্বলতা নিয়ে আগেও অভিযুক্ত হতে হয়েছে মোদী সরকারকে। এবার ফের সেই একই অভিযোগ। তবে এবার কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে কংগ্রেসের দাবি, কেন্দ্র বেআইনিভাবে আদানির ৪৫ হাজার কোটি টাকা ঋণ মকুব করেছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার দেউলিয়া আইনের অপব্যবহার করে আদানি গোষ্ঠীর অধীনস্থ ১০টি ধুঁকতে থাকা সংস্থার প্রায় ৪৫ হাজার কোটি টাকা মাফ করেছে। পাশাপাশি তিনি দেশের অন্যতম বড় ব্যাঙ্ক কর্মী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যের উদাহরণ দিয়ে বলেছেন, মোদী সরকার কীভাবে আদানির বিপর্যস্ত ১০টি সংস্থার থেকে প্রাপ্ত প্রায় ৬২ হাজার কোটি টাকার বদলে মাত্র ১৬ হাজার কোটি নিয়ে ঘটনার মীমাংসা করেছে। প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র বলেই আদানির ঋণের এই ৭৪ শতাংশ ‘হেয়ারকাট’-এর কারণে ব্যাঙ্কগুলিকে অত কম টাকা নিতে বাধ্য হয়েছে ।

ব্যাঙ্ক কর্মচারি সংগঠনের সভাপতি রাজেন নাগরের অভিযোগ, মোদি সরকার সম্ভাব্য সব উপায়ে আদানিদের সাহায্য করছে। সেজন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করা হচ্ছে। লোকসান সহ্য করতে বাধ্য করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী, টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে থাকা ১০টি সংস্থার ৬১,৮৩২ কোটি টাকার বকেয়া ঋণ মাত্র ১৫,৯৭৭ কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। অর্থাৎ মকুব করে দেওয়া হয়েছে ৪৫৮৫৫ কোটি টাকা। সবটাই করা হয়েছে আদানি গোষ্ঠী এই সংস্থাগুলি অধিগ্রহণ করার পর। ওই ব্যাঙ্ক কর্মীদের সংগঠনটির দাবি, ওই ১০টি সংস্থা ঋণে ৪২ শতাংশ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত ছাড় পেয়েছে।