• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিক্ষক দিবসে রাষ্ট্রপতির হাতে সম্মানিত হবেন দেশের ৪৫ শিক্ষক

তালিকায় বাংলার দুই কৃতী

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষকদের সম্মান জানাতে চলেছে কেন্দ্র। আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় শিক্ষক সম্মাননা গ্রহণ করবেন দেশের নির্বাচিত ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা। এই গর্বের তালিকায় রয়েছেন বাংলার দুই শিক্ষকও — খড়্গপুর হিজলির কুচলাছটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস এবং দিল্লি পাবলিক স্কুল নিউ টাউনের কম্পিউটার সায়েন্স শিক্ষিকা মধুরিমা আচার্য

প্রত্যেক পুরস্কারপ্রাপক পাবেন একটি সার্টিফিকেট, একটি রৌপ্য পদক এবং নগদ ৫০,০০০ টাকা। শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে নির্বাচিত শিক্ষকদের থাকার জন্য নয়াদিল্লির অশোকা হোটেল বুক করা হয়েছে। ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন পুরস্কারপ্রাপ্তরা। এছাড়া, ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় অশোকা হোটেলেই একটি বিশেষ সভার আয়োজন করা হবে।

Advertisement

খড়্গপুরের কৃতী শিক্ষিকা
১৯৯৯ সালে শিক্ষকতা শুরু করেছিলেন তনুশ্রী দাস। ২০১৬ সাল থেকে তিনি কুচলাছটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। সরকারি সাহায্যপ্রাপ্ত এই বিদ্যালয় সম্প্রতি ‘সমগ্র শিক্ষা মিশন’-এর জেলাস্তরের ‘টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে, যেখানে অংশ নিয়েছিল জেলার প্রায় ৩,৫০০টি স্কুল।

Advertisement

প্রযুক্তি শিক্ষায় অনুপ্রেরণা
অন্যদিকে, ডিপিএস নিউ টাউনের মধুরিমা আচার্য গত ২২ বছর ধরে শিক্ষকতা করছেন। প্রযুক্তি শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে তিনি অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের হাতে-কলমে কম্পিউটার সায়েন্স শেখানো এবং প্রযুক্তির প্রতি আগ্রহ জাগাতে তাঁর অবদান উল্লেখযোগ্য।

শিক্ষা মহল মনে করছে, বাংলার এই দুই কৃতী শিক্ষকের সম্মাননা পাওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়, রাজ্যের শিক্ষাক্ষেত্রের জন্যও এক বড় স্বীকৃতি।

Advertisement