• facebook
  • twitter
Monday, 2 December, 2024

ওড়িশার নয়া সরকারের সিদ্ধান্তে জগন্নাথ মন্দিরের চার দরজাই উন্মুক্ত ভক্তদের জন্য

কটক, ১৩ জুন– নির্বাচনী প্রতিশ্রুতি মেনে জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দিল ওডি়শার নবনির্বাচিত বিজেপি সরকার৷ ক্ষমতায় এসেই পুরীর জগন্নাথ মন্দিরে দেবদর্শন নিয়ে বড় সিদ্ধান্ত ওডি়শার মোহনচরণ মাঝি সরকারের৷ বৃহস্পতিবার সকাল থেকেই কার্যকর হয়ে গিয়েছে সেই সিদ্ধান্ত৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার পুরনো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরির

কটক, ১৩ জুন– নির্বাচনী প্রতিশ্রুতি মেনে জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দিল ওডি়শার নবনির্বাচিত বিজেপি সরকার৷ ক্ষমতায় এসেই পুরীর জগন্নাথ মন্দিরে দেবদর্শন নিয়ে বড় সিদ্ধান্ত ওডি়শার মোহনচরণ মাঝি সরকারের৷ বৃহস্পতিবার সকাল থেকেই কার্যকর হয়ে গিয়েছে সেই সিদ্ধান্ত৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার পুরনো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরির কথাও ঘোষণা করেছে৷
নতুন সরকারের সিদ্ধান্ত কার্যকর হতেই বৃহস্পতিবার সকালেই ওডি়শার বিজেপি বিধায়কদের নিয়ে জগন্নাথ মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী মোহন৷ মন্দিরে মঙ্গলারতি করেন তিনি৷ সেখানে উপস্থিত ছিলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালেশ্বরের সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গিও৷
মমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবারই ক্যাবিনেট বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি৷ সেখানেই পুরীর মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিজেপির ইস্তেহারে বলা ছিল, বিজেপি সরকার ক্ষমতায় এলে পুণ্যার্থীদের জন্য মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হবে৷ বৈঠকে বসেই এই সিদ্ধান্তে সিলমোহর দেন ওডি়শার নতুন মুখ্যমন্ত্রী৷ বলা হয়, রাজ্যের সব মন্ত্রীদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকেই খুলে যাবে মন্দিরের চারটি দরজা৷
উল্লেখ্য, আগে মন্দিরের চারটি দরজাই পুণ্যার্থীদের জন্য খোলা থাকত৷ করোনা কালে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তৎকালীন বিজেডি সরকার৷ তিনটি দরজা বন্ধ করে দেওয়া হয়৷ কোভিড পরবর্তী সময় আর সেই তিন দরজা খোলেনি৷ বিধানসভা ভোটের ইস্তেহারে এই বিষয়টিতে জোর দিয়েছিল গেরুয়া শিবির৷ তাই ক্ষমতায় ফিরতেই মন্দিরের চার দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ওডি়শার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী৷