• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মাদক খাইয়ে পাত্রপক্ষকে লুট, গ্রেপ্তার ৩ মহিলা

৩ জনই একত্রে ছক কষে বর এবং বরযাত্রীদের থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিতেন। উত্তরপ্রদেশ হরদই থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রতীকী চিত্র।

ভিন্ন ভিন্ন নামে বিয়ের পিঁড়িতে বসতেন একই মহিলা। তারপর বিয়ে শেষ হলে মাদক মিশিয়ে রাখা ক্ষীর খাইয়ে দেওয়া হতো বরযাত্রীদের। এরপর লুট করতেন বরযাত্রীদের গয়না এবং টাকা। এই প্রতারণা চক্রে যুক্ত ৩ মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ৩ জনই একত্রে ছক কষে বর এবং বরযাত্রীদের থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিতেন। উত্তরপ্রদেশ হরদই থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন পূজা ওরফে সোনম, আশা ওরফে গুড্ডি এবং সুনিতা। পুলিশের দাবি, তাঁরা মূলত সেই সব ব্যক্তি বা পরিবারকে নিশানা করতেন, যাঁদের বয়স হওয়ার পরও বিয়ে হচ্ছে না। ৩ মহিলার এই চক্র একত্রে এখনও পর্যন্ত ১৩টি পরিবারের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মহিলারা নিজেদের মধ্যে পরিকল্পনা করে লুট করতেন। যখন পূজা কনে সেজে বিয়ে করতেন, তখন অন্য ২ জন তাঁর আত্মীয় বা বন্ধু সেজে ঘটনাস্থলে উপস্থিত থাকতেন। বিয়ের পরই বর এবং বরযাত্রীদের মাদকযুক্ত ক্ষীর খাওয়ানো হতো। সেই ক্ষীর খেয়ে খেয়ে যখন সবাই আচ্ছন্ন হয়ে পড়তেন তখনই সব লুট করে নিয়ে পালাতেন ওই তিন মহিলা।

Advertisement

তদন্তকারী অফিসার অঙ্কিত মিশ্র জানিয়েছেন, অভিযুক্তদের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, শুধু উত্তরপ্রদেশেই নয়, অন্যান্য রাজ্যেও এই চক্রের জাল বিস্তৃত।

Advertisement

Advertisement