৩ নির্দল বিধায়কের সঙ্গ ত্যাগে হরিয়ানায় পতনের মুখে বিজেপি

Written by SNS May 8, 2024 6:11 pm

চন্ডিগড়, ৮ মে– সরকার গঠনের দ’’মাসের মধ্যে হরিয়ানায় চরম সঙ্কটে গেরুয়া শিবির৷ ৩ নির্দল বিধায়কের কংগ্রেস শিবিরে যেতেই বিজেপির অবস্থা বেহাল৷ ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় বর্তমানে দু’টি আসন খালি থাকায় গরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৫ জন বিধায়কের সমর্থন৷ বিজেপির মোট বিধায়কের সংখ্যা ৪০ জন৷ চারজন নির্দলের পাশাপাশি হরিয়ানা লোকহিত পার্টির গোপাল কান্ডাও বিজেপিকে সমর্থন জানিয়েছিল৷ তারই ভিত্তিতে ৪৫টি আসন নিয়ে সরকার গঠন করেছিল বিজেপি৷অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেসে ৩০, জেজেপি তে১০ এবং আইএনএলডিতে ১ জন বিধায়ক রয়েছেন৷ আর এই পরিস্থিতিতে হঠাৎ করেই ৩ নির্দল বিধায়ক ঘোষণা করলেন তারা কংগ্রেসকে সমর্থন করতে চলেছেন৷ আগামী ২৫ মে ষষ্ঠ দফায় হরিয়ানার ১০টি লোকসভা আসনের সবকটিতে ভোটগ্রহণ হবে৷ তার আগে সরকার পতনের পরিস্থিতি তৈরি হওয়ায় গেরুয়া শিবিরের চাপ যথেষ্ট বাড়ল৷
মঙ্গলবার লোকসভা ভোটের তৃতীয় দফা ভোটের মাঝেই হরিয়ানায় বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে কংগ্রেসের পাশে থাকার ঘোষণা করলেন সে রাজ্যের তিনজন নির্দল বিধায়ক৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন নির্দল বিধায়ক রণধীন গোলান (পান্ডুরি), ধর্মপাল গোন্ডার (নিলোখেরি) এবং সোমবীর সিংহ সঙ্গওয়ান (দাদরি)৷ তাদের আরও দাবি,  বাদশাপুরের নির্দল বিধায়ক রাকেশ দৌলতাবাদও তাঁদের সঙ্গে রয়েছেন৷ এই তিন নির্দল বিধায়ক সমর্থন তুলে নিয়ে কংগ্রেসকে সমর্থন জানানোর কথা ঘোষণা করায় বিরোধী শিবিরের মোট বিধায়ক সংখ্যা বেডে় দাঁড়াল ৪৫৷ অন্যদিকে বিজেপির সংখ্যা দাঁড়াচ্ছে ৪১ জন৷ এদিকে সরকার গঠনের জন্য প্রয়োজন ৪৫টি আসন৷ সেদিক থেকে বিজেপি সরকারের পতন এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷