অভিজাত আবাসনে যুবক যুবতীদের উচ্ছৃঙ্খল জীবন-যাপন। অশ্লীল পোশাক পরে ছেলেদের সঙ্গে যুবতীদের মদ্যপান থেকে উদ্দাম নৃত্য, হই হুল্লোড়। নয়ডার অভিজাত এলাকায় কলেজ পড়ুয়াদের এই কাণ্ডে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, রাতভর মদ্যপান করে সাউন্ড সিস্টেমের বিকট শব্দের জেরে শুক্রবার রাতে কার্যত প্রতিবেশীদের ঘুমের উড়ে যায়। নয়ডা সেক্টর ৯৪-এর সুপারনোভা সোসাইটিতে এই কাণ্ডে পুলিশে অভিযোগ জানান স্থানীয় আবাসিকরা। অভিযোগ পেয়েই পদক্ষেপ শুরু করে পুলিশ। ওই যুবক যুবতীদের আটক করে নিয়ে যায়। শুরু হয়েছে তদন্ত।
পুলিস সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমবয়সী বন্ধুদের এই পার্টিতে আমন্ত্রণ জানায় একদল যুবক। তবে প্রত্যেককে রীতিমতো ট্যাঁকের পয়সা খরচ করে এই পার্টিতে অংশ নিতে হয়েছে। আমন্ত্রণপত্রে স্পষ্টভাবে এই এন্ট্রি ফি-র কথা উল্লেখ করেছিল উদ্যোক্তারা। সেখানে মহিলাদের জন্য এন্ট্রি ফি ধার্য হয়েছিল ৫০০ টাকা, পুরুষদের জন্য ১০০০ টাকা। আবার যুগলদের জন্য অপেক্ষাকৃত কম। অর্থাৎ ৮০০ টাকা। তবে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।
Advertisement
তদন্তে জানা গিয়েছে, নয়ডার সুপারনোভা সোসাইটির একটি ফ্ল্যাটে ২০ জনের বেশি কলেজ পড়ুয়া পার্টি করার জন্য জমায়েত হয়। উত্তরপ্রদেশে মদ্যপানের সর্বনিম্ন বয়স ২১ বছর হলেও সেখানে ২১ এর কম বয়সী বেশ কিছু কলেজ পড়ুয়া মদ্যপান শুরু করে। তাঁদের উল্লাসের দাপটে রাতের ঘুম উবে যায় প্রতিবেশীদের। তারস্বরে গান-বাজনার দাপটে কান পাতা দায় হয়ে যায়। স্থানীয়রা প্রতিবাদ করলে ওই পড়ুয়ারা আবাসনের বাসিন্দাদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করতে শুরু করে। এমনকী ফ্ল্যাটের ব্যালকনি থেকে মদের বোতলও ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। বিষয়টি তাঁদের পক্ষে আটকানো সম্ভব নয় বুঝতে পেরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই ফ্ল্যাট থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেছে।
Advertisement
Advertisement



